ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

কোন ম্যাজিকে ৯ শতাংশ বাড়লো রপ্তানি আয়?

প্রকাশিত: ১৮:৩৯, ৬ মে ২০২৫; আপডেট: ১৮:৪১, ৬ মে ২০২৫

কোন ম্যাজিকে ৯ শতাংশ বাড়লো রপ্তানি আয়?

ছবি: সংগৃহীত

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম দশ মাসে রপ্তানি আয় এসেছে ৪ হাজার ২০ কোটি ৮১ লাখ ডলার যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৯.৮৩ শতাংশ বেশি। সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয় চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিলে বেড়েছে দেশের রপ্তানি আয়। প্রবৃদ্ধি হয়েছে ৯.৮৩ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৩ হাজার ৬৬০ কোটি ৮৪ লক্ষ ডলার।

অন্যদিকে ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল মাসের মধ্যে তৈরি পোশাক রপ্তানি আয় ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২শ ৬৪ কোটি ১ লাখ ডলার। আর ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে এপ্রিলে আয় ছিল ২ হাজার ৯শ ৬৭ কোটি ১৯ লাখ ডলার।

ইপিবির তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম দশ মাসে অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে কৃষি পণ্য, চামড়া এবং চামড়াজাত পণ্য ও হোম টেক্সটাইল রপ্তানি বেড়েছে। হোম টেক্সটাইল রপ্তানি আয় ৪.২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৪ কোটি ৪ লাখ ডলারে।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=h7BvumvVUkA

আবীর

×