ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

দুই দফা কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

প্রকাশিত: ১৬:০৭, ৬ মে ২০২৫

দুই দফা কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

পরপর দুই দফা দাম কমার পর এবার দেশের বাজারে আবারো বেড়েছে স্বর্ণের দাম। সকাল থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৭১ হাজার ২৮৬ টাকায়।

এই নিয়ে চলতি বছর দাম কমানো হয়েছে মোট চারবার। বাড়ানো হয়েছে ২০ বার।

বাজুস জানায় তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় দেশীয় বাজারেও দাম বাড়ানো হয়েছে। ৩ মে স্বর্ণের দাম কমিয়ে নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৬৮ হাজার ৯৭৬ টাকা। এর মাত্র দুইদিন না যেতেই দাম বাড়িয়ে ১ লাখ ৭১ হাজার ২৮৬ টাকা নির্ধারণ করে বাজুস।

নতুন দাম নির্ধারণের পর সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ৯০৫ টাকা।

 

: https://www.youtube.com/watch?v=2xeoWpJNjSs

আবীর

×