ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

রবীন্দ্রজয়ন্তীতে স্বপ্নদলের দুই নাটক

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:০০, ৬ মে ২০২৫

রবীন্দ্রজয়ন্তীতে স্বপ্নদলের দুই নাটক

‘চিত্রাঙ্গদা’ ও ‘হেলেন কেলার’ নাটকের দৃশ্য

নাট্য সংগঠন স্বপ্নদলের দর্শকনন্দিত নাটক ‘হেলেন কেলার’ ও ‘চিত্রাঙ্গদা’। নাটক দুটির নির্দেশক দলীয় প্রধান জাহিদ রিপন। নির্দেশক জানান, ১৬৪তম রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে ‘হেলেন কেলার’ মঞ্চায়ন হবে রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এবং ‘চিত্রাঙ্গদা’ সম্প্রদার হবে বাংলাদেশ টেলিভিশনে ওই দিন রাত ১১টায়। 
রবীন্দ্রনাথ ও হেলেন কেলারের সম্পর্ক নিয়ে ‘হেলেন কেলার’ নাটকটি রচনা করেছেন অপূর্ব কুমার কুন্ডু এবং মহাভারতের উপাখ্যান অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুরের অসামান্য সৃজন কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’।
অন্ধ ও বধির হওয়া সত্ত্বেও প্রবল আত্মবিশ্বাসে সকল নেতিবাচকতার বিপরীতে ঘুরে দাঁড়ানো বিশ্বের বিস্ময় মহীয়সী হেলেন কেলারের জীবন, কর্ম, দর্শন, স্বপ্ন ও সংগ্রামভিত্তিক প্রযোজনা ‘হেলেন কেলার’। পাশাপাশি এতে উন্মোচিত হয় পাশ্চাত্যের হেলেন কেলারের জীবনে প্রাচ্যের ব্যক্তি রবীন্দ্রনাথ তথা রবীন্দ্রদর্শনের নানামাত্রিক প্রভাবের প্রকৃত স্বরূপ। এভাবে দূর দেশের আপাত অসহায় এ নারীর জীবনযুদ্ধের সহায় হয়ে ওঠেন যেন রবীন্দ্রনাথ ঠাকুর। ‘হেলেন কেলার’ নাটকে একক অভিনয় শিল্পী জুয়েনা শবনম।
অন্যদিকে, মণিপুর রাজকন্যা চিত্রাঙ্গদা মহাবীর অর্জুনের প্রেমে উদ্বেলিত হলেও অর্জুন রূপহীন চিত্রাঙ্গদাকে প্রত্যাখ্যান করেন। অপমানিত চিত্রাঙ্গদা দেবতাদের সহায়তায় এক বছরের জন্য অপরূপ সুন্দরীতে রূপান্তরিত হন। অর্জুনকে লাভ করেও চিত্রাঙ্গদার অন্তর দ্বন্দ্বে ক্ষত-বিক্ষত হতে থাকে। অর্জুন প্রকৃতপক্ষে কাকে ভালোবাসেন।

চিত্রাঙ্গদার বাহ্যিক রূপ নাকি তার প্রকৃত অস্তিত্বকে? এভাবে ‘চিত্রাঙ্গদা’ পৌরাণিক কাহিনীর আড়ালে যেন এ কালেরই নর-নারীর মনোদৈহিক সম্পর্কের টানাপোড়েন এবং পাশাপাশি পারস্পরিক সম্মানাবস্থানের প্রেরণারূপে উপস্থাপিত হয়।

×