ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

শিক্ষকতা ও অভিনয়ে চিত্রলেখা গুহ

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:০২, ৬ মে ২০২৫

শিক্ষকতা ও অভিনয়ে চিত্রলেখা গুহ

অভিনেত্রী চিত্রলেখা গুহ

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত বরেণ্য চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেলের চলচ্চিত্র প্রশিক্ষণ বিষয়ক প্রতিষ্ঠান বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটে (বিএফআই) শুরুর সময়কাল থেকেই শিক্ষকতা পেশার সঙ্গে সম্পৃক্ত আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী অভিনেত্রী চিত্রলেখা গুহ। ২০০৬ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানে চলচ্চিত্রে অভিনয় ও চলচ্চিত্রে পোশাক পরিকল্পনার ক্লাস নেন তিনি।

প্রায় দুই দশক ধরেই তিনি নিয়মিত শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে থাকেন বলে জানান চিত্রলেখা গুহ। চিত্রলেখা গুহ বলেন, শিক্ষকতা পেশার সঙ্গে সম্পৃক্ত হয়ে শুরু থেকেই এই পেশার প্রতি ভীষণ ভালো লাগা কাজ করে। কারণ শিক্ষার্থীদের সঙ্গে সময়টা কাটাতে ভীষণ ভালো লাগে। নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করি আমি প্রতিটি ক্লাসে। যা অন্য কোথাও শেয়ার করার আর সুযোগ নেই।

প্রতিটি ক্লাসে আমিও নিজেকে নানাভাবে সমৃদ্ধ করার চেষ্টা করি। সব মিলিয়ে এই পেশার সঙ্গে সম্পৃক্ত হয়ে আমি নতুন একটা পৃথিবী দেখি, এই পৃথিবী দেখার সুযোগ হয়ে উঠত না যদি না আমি বিএফআইয়ের সঙ্গে যুক্ত না হতাম। 
নওয়াজেশ আলী খানের প্রযোজনায় ও মমতাজ উদ্দীন আহমেদের রচনায় প্রথম চিত্রলেখা গুহ ‘কুঞ্জ নিকুঞ্জ’ নাটকে অভিনয় করেন। বিটিভির প্রথম প্যাকেজ নাটক আতিকুল হক চৌধুরী পরিচালিত ‘প্রাচীর পেরিয়ে’তে তিনি অভিনয় করেন। তবে প্রথম তিনি নাটকে মায়ের চরিত্রে অভিনয় করেন ১৯৯৫ সালে ‘কোথায় সে জন’ নাটকে। তার অভিনীত প্রথম সিনেমা শেখ নিয়ামত আলীর ‘অন্য জীবন’। চিত্রলেখা গুহ প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন শাহ আলম কিরণ পরিচালিত ‘৭১-এর মা জননী’ সিনেমাতে অভিনয়ের জন্য।

×