
ছবিঃ সংগৃহীত
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গোবিন্দপুর মোড় এলাকায় সোহান পরিবহন নামের একটি বাসে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য আনুমানিক ৯ লাখ ৮ হাজার ৭০০ টাকা।
বিজিবি জানায়, ৪৭ বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। অভিযানকালে বাসের ভিতর একটি সিটের নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবির ধারণা, মাদক চোরাকারবারীরা বাসে ফেলে পালিয়ে গেছে।
এ বিষয়ে কুষ্টিয়া ৪৭ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উদ্ধারকৃত ইয়াবা মাদক স্টোরে জমা রাখা হয়েছে। এ ঘটনায় মিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ইমরান