ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

পুতিনের অস্ত্রেই হচ্ছে ভারত-পাকিস্তান যুদ্ধ!

প্রকাশিত: ২২:৪১, ৬ মে ২০২৫

পুতিনের অস্ত্রেই হচ্ছে ভারত-পাকিস্তান যুদ্ধ!

ছবিঃ সংগৃহীত

ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার মধ্যে রাশিয়া ভারতের হাতে তুলে দিয়েছে 'ইগলা এস' কাঁধে বহনযোগ্য মিসাইল। ইতোমধ্যে এটি ভারতের ওয়েস্টার্ন ফ্রন্টে মোতায়েন করা হয়েছে। পাকিস্তানের ড্রোন ও হেলিকপ্টারের জন্য এটি বড় হুমকি হিসেবে বিবেচিত। এই অস্ত্র কিনতে ভারতের ব্যয় হয়েছে ২৬০ কোটি টাকা।

এছাড়া, রাশিয়া ভারতকে দিচ্ছে এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম, যার চুক্তি হয় ২০১৮ সালে। পুতিন সন্ত্রাসবাদ দমনে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং পেহেলগাম হামলার নিন্দা জানান।

অন্যদিকে, রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করে রাজনৈতিক সমাধানে সহায়তার প্রস্তাব দেন। রাশিয়া জানিয়েছে, নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনার প্রতি তারা নজর রাখছে।

কাশ্মীর ইস্যুতে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই সংঘাত চলছে। সম্প্রতি পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন, যা পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলেছে।

সূত্রঃ https://youtu.be/uB_5wkj0nfQ?si=KCV4VE0cCA-JoBg9

ইমরান

×