
অনুশীলনে বার্সেলোনার দুই প্রাণভোমরা রাফিনহা ও লামিন ইয়ামাল, ছবি: বার্সার ফেসবুক
সেমিফাইনালের প্রথম লেগে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অন্যতম সেরা ম্যাচের জন্ম দিয়েছে বার্সেলোনা ও ইন্টার মিলান। ৩০ এপ্রিল বার্সার অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বৈরথ ৩-৩ গোলে ড্র হয়েছিল। যে কারণে সেমিফাইনালের দ্বিতীয় লেগে জয়-পরাজয়ের বিকল্প নেই ফাইনালিস্ট খুঁজে পেতে। এ লক্ষ্যেই আজ রাতে ইতালির মিলানের বিখ্যাত সান সিরো স্টেডিয়ামে সেমির দ্বিতীয় লেগে মুখোমুখি হচ্ছে ইন্টার মিলান ও বার্সেলোনা। দু’দলই জয় দিয়ে ফাইনালে খেলার প্রত্যয় ব্যক্ত করেছে। প্রথম লেগে বার্সার মাঠ অলিম্পিক স্টেডিয়ামে যেভাবে খেলেছে ইতালিয়ান জায়ান্টরা, তাতে আজ 'ইন্টার' পরীক্ষায় বার্সেলোনা পাস করতে পারে কিনা সেটাই দেখার।
প্রথম লেগে ঘরের মাঠে রোমাঞ্চকর লড়াইয়ে দুই দফায় পিছিয়ে পড়ে ৩-৩ ড্র করে বার্সেলোনা। ২০১৫ সালের পর ইউরোপ সেরার প্রতিযোগিতাটির ফাইনালে উঠতে আসছে ম্যাচে জয়ের বিকল্প নেই। বড় ম্যাচে অনেক সময়ই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অভিজ্ঞতা। সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বললেন, এই দল নিয়েই চলতি মৌসুমে স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রের শিরোপা জিতেছেন তারা। ফ্লিক বলেন, আমরা দুটি শিরোপা জিতেছি। প্রত্যেক খেলোয়াড় মাঠে নামলেই উন্নতি করে। এটাই উন্নতির সেরা পরীক্ষা; তারা অনেক কিছু শেখে। এই ম্যাচে চাপ নেওয়া উচিত নয়; তাদের উপভোগ করা উচিত এবং সতীর্থদের সঙ্গে খেলা উচিত। আমরা হাল না ছেড়ে সেরা উপায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।
ম্যাচের আগে খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে বক্তৃতা দেওয়া বা ভিডিও তৈরির মতো বিশেষ কিছু করবেন কি-না, এমন প্রশ্নে ফ্লিক বলেন, খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে চান না তিনি। বলেন, আগের মতোই। ম্যাচ উপভোগ করতে হবে। এই পর্যায়ে খেলাটাই দারুণ ব্যাপারে। আমরা ফাইনালে উঠতে পারি। আমি খেলোয়াড়দের ওপর চাপ সৃষ্টি করতে চাই না; আমাদের উপভোগ করতে হবে। আমি চাই তারা ঐক্যবদ্ধ থেকে লড়াই করুক।
আবীর