ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

লক্ষ্মীপুরে যুবকের লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর

প্রকাশিত: ২১:৪০, ৬ মে ২০২৫

লক্ষ্মীপুরে যুবকের লাশ উদ্ধার

ছবিঃ প্রতিবেদক

লক্ষ্মীপুর জেলা সদরের আটিয়াতলী গ্রামের স্বর্ণকার বাড়ি থেকে মোহাম্মদ রকি নামের প্রায় ২৮ বছর বয়সের একজন যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার পিতার মৃত হাবিব উল্যাহ। জেলা কারাগার সংলগ্ন স্বর্ণকার বাড়ি নামে নানার বাড়ি থেকে সদর থানা পুলিশ ‍মঙ্গলবার বিকেলে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।তবে এ পর্যন্ত থানায় কোনো মামলা রেকর্ড হয়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মৃতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। অভিযোগ রয়েছে ঘটনাটি ধামা চাপা দেয়ার অপচেষ্টা চলছে। সূত্র থেকে আরও জানা গেছে, রকি দুই ভাই এবং তার মা তার বাবা মারা যাওয়ার পর থেকে নানার বাড়ীতেই বড় হয়। এর মাঝে নানীকে ফুসলিয়ে পৌরসভার ৭০ শতক জমি নিজ নামে লিখে নেয় রকি। এ নিয়ে নানার বাড়ির পরিবারের সাথে অসন্তোষ দেখা দেয়।

তবে মৃতের বন্ধুরা এটিকে একটি পরকল্পিত হত্যাকান্ড বলে দাবি করেছেন। এ ব্যাপারে সদর মডেল থানার ওসি আব্দুল মোনাফকে একাধিকবার কল দিয়েও তার মতামত পাওয়া যায়নি। এ নিয়ে এলাকায় জনমনে অসন্তোষ দেখা দিয়েছে।

আরশি

আরো পড়ুন  

×