
ছবি: জনকণ্ঠ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের সাদিস গ্রামের মৃত মুক্তিযোদ্ধা বিধান কুমার দাসের বাড়িঘর ভাঙচুর করে দখল নেয়ার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষরা। মুক্তিযোদ্ধা বিধান কুমার দাস গত এক মাস আগে মৃত্যুবরণ করেন। কাঠ টিনের তৈরি ওই ঘরটিতে তার স্ত্রী বিথীকা রানী দাস বসবাস করে আসছেন। বিধান কুমার দাসের মৃত্যুর পরে থেকে প্রতিপক্ষরা ওই বাড়িটি দখলে নেয়ার চেষ্টা চালিয়ে আসছে।
মঙ্গলবার (৬ মে) সকাল ৯ টায় একই গ্রামের প্রতিপক্ষ মৃত হক খানের ছেলে খোকন খান, টুটুল খান ও মনির খানের নেতৃত্বে ৪০-৫০ জনের ভাড়াটে সন্ত্রাসী বাহিনী বিধান কুমার দাসের বাড়িতে ভাঙচুর চালিয়ে দখলে নেওয়ার চেষ্টা চালায়। এসময় বিধীকা রানী দাসের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। হামলা ঘটনার খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে টুটুল ও সেলিম খান নামের দুইজনকে গ্রেফতার করেছে।
ভুক্তভোগী বিথীকা রানী দাস জানান, কলসকাঠির বিধান কুমার দাসের পরিবার দীর্ঘ ৬০ বছর যাবত এই বাড়িতে বসবাস করে আসছে। গত ২ মে (শুক্রবার) স্থানীয় মৃত হক খানের ছেলে খোকন খান, টুটুল খান ও মনির খান আমাদের বাড়ির জমি তাদের ক্রায়কৃত সম্পত্তি দাবি করে ৪০-৫০ জনের ভাড়াটে সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক সিমানা পিলার স্থাপন করে।
এই ঘটনায় আমি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে থানা পুলিশের মধ্যস্ততায় আগামী ২০ মে স্থানীয়ভাবে শালিস মীমাংসার মাধ্যমে বিষয়টি সমাধানের দিন ধার্য্য করা হয়। তারা ওই শালিস মিমাংসাকে অগ্রাহ্য করে পুনরায় বাড়ি ভাঙচুর করে দখলে নেয়ার চেষ্টা চালায়। এ সময় আমি বাঁধা দিলে তারা আমার উপর অতর্কিত হামলাও চালায়।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মুক্তিযোদ্ধার বাড়ি ভাঙচুর ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ওই ঘটনায় দুইজন আসামি সকালবেলায় ঘটনা থেকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
শহীদ