
ছবি: জনকণ্ঠ
খণ্ডকালীন অতিরিক্ত দায়িত্ব পেয়ে প্রকল্পের পিসি বাণিজ্য সহ দায়িত্ব পালনে নানা অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ায় ইসলামপুর চলতি দায়িত্ব থেকে দেওয়ানগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খবিরুজ্জামান খানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
জানা গেছে, গত ৫ মে ইসলামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(চলতি দায়িত্ব) খবিরুজ্জামান খানকে স্ট্যান্ড রিলিজ হওয়ায় জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শৌকত জামিল চলতি অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন ইসলামপুর উপজেলায়।
জানা গেছে,গত ১৪ নভেম্বর,২০২৪ সালে ইসলামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পদটি শূন্য থাকায় এই উপজেলা গ্রামীণ অবকাঠামো বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বেহাল অবস্থা বিরাজ করছে। ত্রাণ ও ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের প্রকল্পগুলি প্রাক্কলন অনুযায়ী সঠিক বাস্তবায়নে পার্শ্ববর্তী দেওয়ানগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খবিরুজ্জামান খান অতিরিক্ত দায়িত্ব পেয়ে সপ্তাহে দুই একদিন হঠাৎ এসে শুধু কাগজে কলমে বাস্তবায়ন করে প্রকল্পের বিল পাশ করা ও ফাইল সই করে বিভিন্ন অজুহাতে প্রকল্প সভাপতিদের নিকট হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা।
জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য ইসলামপুর উপজেলায় কাবিটা প্রকল্পের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ২০২৪-২৫ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য ইসলামপুর উপজেলায় কাবিটা প্রকল্পের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ১ম ও ২য় টিআর প্রকল্পের জন্য ১কোটি ৭৭ লাখ ১৫ হাজার ৪০৮টাকা এবং কাবিখা প্রকল্পের জন্য ১৩৫ টন চাল এবং১৩৫ টন গম বরাদ্দ আসে। এতে করে টিআর ও কাবিটা মোট ৩কোটি ৮৭ লক্ষ ৬৪ হাজার ৬৪৯ টাকা বরাদ্দ রয়েছে।এছাড়াও চাল ১৩৫মেট্টিক টন ও সমপরিমাণ ১৩৫মেট্টিক টন গমও বরাদ্দ রয়েছে।
এসব বরাদ্দের ১ম পর্যায়ে কাজের মেয়াদ শেষ হয়েছে গত ১৫ মার্চ শনিবার। ২য় পর্যায়ের কাজের মেয়াদ চলমান থাকলেও বাস্তবে গ্রামীণ অবকাঠামো সংস্কার এই সব বরাদ্দের প্রকল্পের কাজের মাঠ পর্যায়ে কাজের সঠিক বাস্তবায়ন না হওয়ায় গ্রামীণ অবকাঠামো সংস্কার ও উন্নয়ন প্রকল্পের উদ্দেশ্য ভেস্তে যেতে বসেছে।
প্রকল্পের কাজ শুরুর আগে নোটিশ বোর্ডে প্রকল্পের তালিকা টানানোর নিয়ম থাকলেও ২০২৪-২৫ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণের কোন প্রকল্পের তালিকা নেই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে। পিআইও খবিরুজ্জামান খান অতিরিক্ত দায়িত্ব পেয়ে তিনি শুধু তার আখের গোছানো নিয়ে ব্যস্ত ছিলেন।
অভিযোগ উঠে দেওয়ানগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খবিরুজ্জামান খান এই উপজেলা চলতি দায়িত্ব পেয়েই এই উপজেলা বাস্তবায়নাধীন মুজিব কিল্লা প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের বিল ভাওচারে তার পিসি ছাড়া কোন ফাইল সই করেননি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খবিরুজ্জামানের এসব অনিয়ম দুর্নীতির খবর গত ২৮মার্চ জাতীয় দৈনিক আমার দেশ,সিজে নিউজ সহ স্থানীয় পত্রিকায় প্রকাশ হওয়ায় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রশাসনের টনক নড়ায় তার কাজকর্ম নজরদারি পর অবশেষে গত ৫মে ইসলামপুর চলতি দায়িত্বে দেওয়ানগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ খবিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
রবিউল হাসান