ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

নীলফামারীতে ছাত্রী ধর্ষণের মামলায় প্রাইভেট শিক্ষক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, নীলফামারী

প্রকাশিত: ২১:২৪, ৬ মে ২০২৫

নীলফামারীতে ছাত্রী ধর্ষণের মামলায় প্রাইভেট শিক্ষক গ্রেপ্তার

ছবিঃ প্রতিবেদক

ছাত্রীকে ধর্ষণের ঘটনার মামলায় প্রধান আসামী প্রাইভেট শিক্ষক আজাহারুল ইসলাম ওরফে বাবুল মাস্টারকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাব- ১৩ এর নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় র‍্যাবের মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোম্বামীর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। উক্ত বাবুল মাস্টার নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার সিঙ্গেরগাড়ী জুম্মাপাড়া এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে।

মামলা সূত্র মতে, একই গ্রামের ওই নাবালিকা ছাত্রীকে প্রাইভেট পড়ার সময় বাড়িতে একা পেয়ে গত ১৯ এপ্রিল-২০২৫ জোরপূর্বক ধর্ষণ করার পর কাউকে কিছু না বলার জন্য ধর্ষণের শিকার ছাত্রীকে হুমকী দিয়ে বাড়ি চলে যায় প্রাইভেট মাস্টার বাবুল। ছাত্রীর পরিবারের লোকজন বাড়ি ফিরে মেয়েকে অসুস্থ অবস্থায় দেখে ঘটনাটি জানতে পারে। এরপর ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরদিন মেয়েটির বাবা বাদী হয়ে উক্ত বাবুল মাস্টারকে আসামী করে কিশোরীগঞ্জ থানায়  মামলা দায়ের করে।

মামলার বিষয়টি জানতে পেরে বাবুল মাস্টার আত্মগোপনে চলে যায়। পরে র‍্যাব বিষয়টি ছায়া তদন্তে নেমে তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে ধর্ষক বাবুল মাস্টারকে নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা গ্রামে অভিযান চালিয়ে আসামীকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে কিশোরীগঞ্জ থানার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘একটি ধর্ষণ মামলায় র‍্যাব অভিযান চালিয়ে আসামীকে গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছেন। আসামীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।

আরশি

আরো পড়ুন  

×