
ছবিঃ প্রতিবেদক
রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে মঙ্গলবার (৬ মে) বিকেলে অনুষ্ঠিত হয়েছে উচ্চ ফলনশীল ও আধুনিক জাতের ধান অ্যারাইজ ৬৪৫৩ এসটি–এর মাঠ দিবস। আন্তর্জাতিক কৃষি কোম্পানি বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত এ মাঠ দিবসে স্থানীয় কৃষকসহ কৃষি বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান। মাঠ দিবসে ধান কর্তনের মাধ্যমে ফলন মূল্যায়ন করা হয়। ফলন পরীক্ষায় দেখা যায়, অ্যারাইজ ৬৪৫৩ এসটি জাতটি প্রচলিত জাতের তুলনায় বেশি ফলন দেয়, যা কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের কাস্টমার কানেক্ট ম্যানেজার (বীজ) কৃষিবিদ চন্দন কুমার মিত্র। সভায় আরও বক্তব্য দেন কোম্পানির বিজনেস ম্যানেজার (বীজ) বিধান চন্দ্র পাল, কাস্টমার কানেক্ট ম্যানেজার সুব্রত কুমার রায়, ফিল্ড অ্যাক্টিভেশন ম্যানেজার মো. তারিকুল ইসলাম এবং স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ওবায়দুর রহমান।
বক্তারা জানান, অ্যারাইজ ৬৪৫৩ এসটি একটি উচ্চফলনশীল, দুর্যোগ সহনশীল এবং রোগ প্রতিরোধক্ষম আধুনিক জাত। এটি পাতাপোড়া রোগ (BLB) প্রতিরোধে কার্যকর, চাল মাঝারি চিকন ও খেতে সুস্বাদু। কাঁচা অবস্থায় ১ শতাংশ জমিতে প্রায় ৫০ কেজি ধান উৎপাদন হয় এবং প্রতিটি শীষে গড়ে ৩৩০টি দানা থাকে।
উপস্থিত কৃষকরা জানান, তারা এই ধানের ভালো ফলন ও বাজারে ভালো দাম পাওয়ায় সন্তুষ্ট। এতে করে কৃষি কাজে আগ্রহ বেড়েছে এবং চাষাবাদে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।
আরশি