ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

কাশ্মীর পরিস্থিতি নিয়ে উদ্বেগ, ভারতকে দায়ী করল ওআইসি

প্রকাশিত: ১২:৩৭, ৬ মে ২০২৫

কাশ্মীর পরিস্থিতি নিয়ে উদ্বেগ, ভারতকে দায়ী করল ওআইসি

ছবি : সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে বিরাজমান উত্তেজনা যেকোনো মুহূর্তে সামরিক সংঘর্ষে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই প্রেক্ষাপটে কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারে নিজেদের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)।

 

 

সোমবার (৫ মে) নিউইয়র্কে এক বিবৃতিতে ওআইসি দক্ষিণ এশিয়ার অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। সংস্থাটি পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়ে বলেছে, এসব অভিযোগই দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা সংকটের মূল উৎস। ওআইসি হুঁশিয়ারি উচ্চারণ করে জানায়, এমন অভিযোগ কেবল অঞ্চলের অস্থিতিশীল পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।

৫৭টি মুসলিম দেশের জোট ওআইসি তাদের বিবৃতিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করে জানায়, যে কোনো প্রকার সন্ত্রাসবাদই তারা ঘৃণা ও নিন্দা করে, তা যেই করুক না কেন এবং যেখানে করুক না কেন। বিবৃতিতে জম্মু ও কাশ্মীর সমস্যাকে দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য একটি ‘অমীমাংসিত বিরোধ’ হিসেবে উল্লেখ করা হয় এবং বলা হয়, কাশ্মীরিদের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে অন্তর্ভুক্ত আত্মনিয়ন্ত্রণের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।

 

 

ওআইসি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মধ্যস্থতার প্রস্তাবকে স্বাগত জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে নিরাপত্তা পরিষদ ও প্রভাবশালী দেশগুলোর প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়, যেন উত্তেজনা প্রশমিত করা সম্ভব হয়।

 

 

উল্লেখ্য, কাশ্মীরের পর্যটনকেন্দ্র পেহেলগামে গত মাসে সংঘটিত হামলার পর ভারত দাবি করে, এই হামলার সঙ্গে পাকিস্তান সীমান্তের সংশ্লিষ্টতা রয়েছে। অন্যদিকে, পাকিস্তান এ অভিযোগ প্রত্যাখ্যান করে এবং নিরপেক্ষ তদন্তের স্বার্থে তৃতীয় পক্ষের তদারকির প্রস্তাব দিয়েছে। ফলে দুই দেশের মধ্যে চলমান টানাপোড়েন আরও তীব্র আকার ধারণ করছে।

আঁখি

×