
ছবিঃ সংগৃহীত
ঝিলাম নদীতে অতিরিক্ত পানি ছাড়ার পর এবার চেনাব নদীর পানি প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে ভারত। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের দিকে প্রবাহিত এই নদীর পানি প্রায় ৯০ শতাংশ পর্যন্ত কমে গেছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমসসহ ভারতের বিভিন্ন গণমাধ্যম।
চেনাব নদীটি ভারতের হিমাচল প্রদেশ থেকে উৎপত্তি হয়ে জম্মু-কাশ্মীর হয়ে পাকিস্তানের পাঞ্জাবে প্রবেশ করে। এটি সিন্ধু নদী অববাহিকার একটি গুরুত্বপূর্ণ নদী। বর্তমানে জম্মু-কাশ্মীরের রামবানে অবস্থিত বাগলিহার বাঁধের মাধ্যমে ভারত এই নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রণ করছে।
১৯৬০ সালের ঐতিহাসিক 'সিন্ধু পানি চুক্তি' অনুসারে, পূর্বাঞ্চলের তিনটি নদী—রবি, বিয়াস এবং সুতলেজ—ভারতের নিয়ন্ত্রণে, এবং পশ্চিমাঞ্চলের তিনটি নদী—সিন্ধু, ঝিলাম ও চেনাব—পাকিস্তানের ব্যবহারের জন্য বরাদ্দ ছিল। এতদিন এই চুক্তির কারণে ভারত চেনাবের পানির প্রবাহে হস্তক্ষেপ করেনি। তবে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কয়েক ঘণ্টার মধ্যেই ভারত এই পদক্ষেপ নেয় বলে ধারণা করা হচ্ছে।
ভারতের এই সিদ্ধান্তে পাকিস্তানে কৃষিজমিতে সেচ সংকট তৈরি হতে পারে। কারণ দেশটির প্রায় ৮০ শতাংশ কৃষি সিন্ধু অববাহিকার পানির উপর নির্ভরশীল।
এ বিষয়ে এখনো ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি, তবে আন্তর্জাতিক মহলে বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
মারিয়া