ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

মেট গালায় ইতিহাস শাহরুখ খানের: রাজকীয় লুকে তোলপাড় সোশ্যাল মিডিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৩৮, ৬ মে ২০২৫; আপডেট: ১৩:৩৭, ৬ মে ২০২৫

মেট গালায় ইতিহাস শাহরুখ খানের: রাজকীয় লুকে তোলপাড় সোশ্যাল মিডিয়া

বলিউডের কিং খান শাহরুখ এবার মেট গালার নীল কার্পেটে ইতিহাস গড়লেন—ভারতের প্রথম পুরুষ অভিনেতা হিসেবে এই বিশ্ববিখ্যাত ফ্যাশন ইভেন্টে অংশগ্রহণ করলেন। ডিজাইনার সব্যসাচী মুখার্জির ডিজাইনে কালো শেরওয়ানি ও হীরার "K" হার পরে নিজেকে ‘কিং খান’ হিসেবে উপস্থাপন করেন তিনি।

শাহরুখ বলেন, “দেশ ও দেশের মানুষদের প্রতিনিধিত্ব করা খুব গুরুত্বপূর্ণ। এবারকার থিম—‘ব্ল্যাক স্টাইল’-এর বিপ্লব ও আত্মপ্রকাশ—আমার ভালো লেগেছে।” তিনি আরও বলেন, রাগ বা সংঘর্ষ নয়, বরং শৈল্পিক উচ্ছ্বাসের মাধ্যমেই পরিবর্তন আনা সম্ভব।

৫৯ বছর বয়সে এসে শাহরুখ তার ভবিষ্যৎ প্রজন্মের দিকেও নজর দিয়েছেন। আসন্ন ছবি King-এ মেয়ে সুহানা খানের সঙ্গে অভিনয় করছেন তিনি, আর ছেলে আরিয়ান খান পরিচালনা করছেন একটি ওয়েব সিরিজ। সিনেমার ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, “গল্পগুলো সৎ হতে হবে, তবে উপস্থাপনাটা হতে হবে আরও বড় ও আকর্ষণীয়—যেন সিনেমা দেখাও হয় ডিজনিল্যান্ড ঘোরার মতো অভিজ্ঞতা।”

মুমু

×