ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১১:৪২, ৬ মে ২০২৫

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত।

বিয়ের আশ্বাসে ধর্ষণ, মারধর ও গর্ভপাত ঘটানোর অভিযোগে আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার (৪ মে) বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ এক নারী এই মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, ছোট পর্দার নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে হিরো আলম ওই নারীকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণ করেন। একইসঙ্গে শর্টফিল্ম নির্মাণের কথা বলে তার কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা ধার নেন।

বাদীর দাবি, বিয়ের জন্য কাবিননামা চাওয়ায় গত ২১ এপ্রিল তাকে মারধর করা হয়, যার ফলে রক্তক্ষরণে তার গর্ভপাত ঘটে।

মামলায় হিরো আলম ছাড়াও ছয়জনকে আসামি করা হয়েছে। তারা হলেন—তার বোন আলো বেগম, ব্যক্তিগত সহকারী আল আমিন, মালেক, মালেকের স্ত্রী জেরিন এবং আহসান হাবাবী সেলিম।

আদালত মামলাটি গ্রহণ করে বগুড়া পিবিআই-এর পুলিশ সুপারকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে হিরো আলম গণমাধ্যমকে বলেন, “আমি ওই নারীকে চিনি না। আমাকে হয়রানি করতেই মিথ্যা মামলা করা হয়েছে। আমি সঠিক তদন্ত চাই।”

নুসরাত

×