ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

বলিউডকে জঘন্য বলে কান্নায় ভেঙে পড়লেন ইরফানপুত্র,ভিডিও ঘিরে চাঞ্চল্য

প্রকাশিত: ০৮:৩২, ৬ মে ২০২৫

বলিউডকে জঘন্য বলে কান্নায় ভেঙে পড়লেন ইরফানপুত্র,ভিডিও ঘিরে চাঞ্চল্য

প্রয়াত বলিউড কিংবদন্তী ইরফান খানের ছেলে বাবিল খান আবারো আলোচনার কেন্দ্রে। সামাজিক যোগাযোগমাধ্যমে বলিউডের অন্দরমহল নিয়ে বিস্ফোরক মন্তব্য করে কেঁদে ফেললেন তিনি। এরপরই ভাইরাল সেই ভিডিও ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক ও উদ্বেগ।

সম্প্রতি বাবিল খান তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে চোখের পানি মুছতে মুছতে বলিউডের পরিবেশ নিয়ে জানান নিজের অভিজ্ঞতা। ভিডিওতে বাবিল বলেন, "বলিউড খুবই নোংরা। বলিউডের অবস্থা খুবই খারাপ। বলিউড হলো সবচেয়ে জঘন্য জায়গা। যা আমি এখন বুঝতে পারছি। তবে কিছু মানুষ অবশ্যই আছেন যারা বলিউডের উন্নতি চান।"

ভিডিওটিতে বাবিলের আবেগঘন অভিব্যক্তি ও কান্না সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা ঘিরে শুরু হয় নানা গুঞ্জন। অনেকেই প্রশ্ন তোলেন, কেন এমন মন্তব্য করলেন বাবিল? অনেকেই সমবেদনা জানিয়ে বলেন, "বেচারা ছেলেটা বাবা মারা যাওয়ার পর থেকে এত সংগ্রাম করছেন, এরপরও কেন এত সমস্যায় পড়তে হচ্ছে?"

ভিডিওতে বাবিল সরাসরি উল্লেখ করেন অনন্যা পান্ডে, সানাইয়া কাপুর, আর্জুন কাপুর, রাঘব জয়াল ও সিদ্ধান্ত কাপুরের নাম। এই মন্তব্যের পরপরই বাবিল ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দেন।

তবে বিতর্কিত ভিডিওর আগেও বাবিলের মধ্যেই ছিল ক্ষোভের ইঙ্গিত। তিনি প্রথমে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সমস্ত পোস্ট মুছে ফেলেন। এরপর অ্যাকাউন্টটিই ডিলিট করে দেন। এমন পদক্ষেপ ইঙ্গিত করে যে, বাবিলের মানসিক অবস্থার ভেতরে চলছে গভীর টানাপোড়েন।

উল্লেখ্য, বাবিল তার কর্মজীবন শুরু করেন একজন সহকারী হিসেবে। ২০২২ সালে ‘কালা’ ছবির মাধ্যমে বলিউডে তার অভিনয় অভিষেক ঘটে। ২০২৩ সালে ‘দ্য রেলওয়ে ম্যান’ ছবিতেও অভিনয় করেন তিনি। এরপর ‘ফ্রাইডে নাইট প্ল্যান’ সিনেমাতেও দেখা গেছে তাকে।

এক সময়ের তারকা ইরফান খানের উত্তরসূরি বাবিলকে ঘিরে বলিউডে প্রত্যাশা যেমন ছিল উঁচুতে, তেমনি আজ তার এই আবেগঘন প্রকাশ বলিউড ইন্ডাস্ট্রির অন্ধকার দিক নিয়েও বড় প্রশ্ন তুলে দিল।

 

 

সূত্র:https://tinyurl.com/bde53vkt

আফরোজা

×