
ছবিঃ সংগৃহীত
চীনের অন্যায্য বাণিজ্যনীতির কারণে যুক্তরাষ্ট্রের টেক্সটাইল ও পোশাক শিল্পে ভয়াবহ প্রভাব পড়ছে বলে অভিযোগ করেছে 'Office of the United States Trade Representative (USTR)'। গত ২২ মাসে দেশটির ২৮টি উৎপাদন কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানানো হয়।
'ন্যাশনাল টেক্সটাইল ডে' উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম X-এ দেওয়া এক পোস্টে USTR জানায়, “চীনের বাজারবহির্ভূত নীতিমালা ও প্রক্রিয়াগুলো তাদের স্থানীয় প্রস্তুতকারকদের কৃত্রিমভাবে কম দামে পণ্য বিক্রি করার সুবিধা দিচ্ছে, যার ফলে মার্কিন শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
২০২৪ সালে যুক্তরাষ্ট্র প্রায় ৭৯.৩ বিলিয়ন ডলারের পোশাক আমদানি করেছে, যার ২১ শতাংশ এসেছে চীন থেকে। একই বছরের তথ্যে দেখা যায়, চীনা ই-কমার্স প্রতিষ্ঠানগুলো *de minimis* বিধির আওতায় যুক্তরাষ্ট্রে আসা প্রতিদিনকার সরবরাহের ৩০ শতাংশের বেশি দখল করে রেখেছে। এতে তারা শুল্ক এড়িয়ে স্বল্পমূল্যের পণ্য বাজারে আনছে এবং বাণিজ্য আইন কার্যকরে বাধা সৃষ্টি করছে।
USTR আরও জানায়, এই কমদামি পোশাকের স্রোত দক্ষিণ-পূর্ব যুক্তরাষ্ট্রের স্থানীয় শিল্পগুলোকে প্রায় ধ্বংস করে দিয়েছে।
২০২৪ সালে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের মোট পণ্য বাণিজ্য দাঁড়ায় ৫৮২.৪ বিলিয়ন ডলার। এর মধ্যে চীনে মার্কিন রপ্তানি হয় ১৪৩.৫ বিলিয়ন ডলার, যা ২০২৩ সালের তুলনায় ২.৯ শতাংশ কম। অপরদিকে, চীন থেকে আমদানি হয় ৪৩৮.৯ বিলিয়ন ডলারের পণ্য, যা আগের বছরের তুলনায় ২.৮ শতাংশ বেশি। এর ফলে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের চীনের সঙ্গে পণ্যবাণিজ্যে ঘাটতি দাঁড়ায় ২৯৫.৪ বিলিয়ন ডলার, যা ২০২৩ সালের তুলনায় ৫.৮ শতাংশ বেশি।
এই পরিস্থিতিতে চীনের বিরুদ্ধে বাণিজ্য নীতি কঠোর করার আহ্বান জানাচ্ছে মার্কিন কর্তৃপক্ষ।
মুমু