
বিমানবন্দর থেকে বাসভবনের পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাঁকে অভ্যর্থনা জানাতে রাস্তায় গণমানুষের ঢল নেমেছে।যুক্তরাজ্যে দীর্ঘ চার মাসের চিকিৎসা শেষে আজ মঙ্গলবার দেশে ফিরেছেন বেগম খালেদা জিয়া। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর তিনি গুলশানের বাসভবন ‘ফিরোজা’র উদ্দেশে রওনা হন।
বিমানবন্দর থেকে বাসভবনে ফেরার পথে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সকাল থেকেই নেতা-কর্মীরা ছুটে আসেন বিমানবন্দর সড়কে। তাঁকে একনজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে সড়কের দুই পাশে জড়ো হন শত শত মানুষ।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। পথে পথে খালেদা জিয়ার জন্য দাঁড়িয়ে থাকা নেতা-কর্মীরা ফুল, ব্যানার, প্ল্যাকার্ড ও নেত্রীর ছবিসংবলিত পোস্টার নিয়ে অপেক্ষা করছিলেন।
বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কের বিভিন্ন মোড়ে নেতাকর্মীরা অবস্থান নেন। তাঁদের স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে আশপাশের এলাকা। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পুরো রুটজুড়ে।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফেরা চেয়ারপারসনের স্বাস্থ্য নিয়ে দল ও পরিবারের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। ফিরোজায় পৌঁছানোর পর তিনি আপাতত বিশ্রামে থাকবেন বলে জানানো হয়েছে।
আফরোজা