
দাঁতের অসচেতনতাই ডেকে আনতে পারে প্রাণঘাতী জটিলতা।শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে দাঁত অন্যতম। কিন্তু এই অঙ্গটির যত্নে অনেকেই উদাসীন। অনেক মানুষই আছেন, যারা প্রতিদিন নিয়ম করে দাঁত পরিষ্কার করেন না। এমনকি দাঁতের জন্য ক্ষতিকর খাবার খাওয়ার ব্যাপারেও সচেতন নন।এই অযত্নের ফল যে কতটা ভয়াবহ হতে পারে, তা উঠে এসেছে সাম্প্রতিক একাধিক গবেষণায়।
গবেষকরা জানাচ্ছেন, দাঁতের মধ্যে জমে থাকা ক্ষতিকর জীবাণু শুধু মুখের ভেতর সীমাবদ্ধ থাকে না। ইঁদুরের উপর পরিচালিত এক পরীক্ষায় দেখা যায়, এই ব্যাকটেরিয়া রক্তপ্রবাহের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছে যায় এবং সেখানে একটি জীবাণু উপনিবেশ তৈরি করে। ফলে রাসায়নিক প্রতিক্রিয়ায় ধীরে ধীরে স্নায়ুকোষ নষ্ট হতে থাকে, যা পরবর্তীতে আলজাইমারের মতো স্নায়ুবিক রোগের কারণ হতে পারে।
মানুষের দাঁতে থাকা শত শত প্রজাতির জীবাণুর মধ্যে একটি বিশেষ ব্যাকটেরিয়া Porphyromonas gingivalis কে বিজ্ঞানীরা আলজাইমারের জন্য দায়ী বলে চিহ্নিত করেছেন।২০১৯ সালে এই ব্যাকটেরিয়ার উপস্থিতি আলজাইমারে আক্রান্ত রোগীদের মস্তিষ্কে পাওয়া যায়। গবেষকরা বলছেন, এটি দাঁতের গহ্বর থেকে রক্তনালীর মাধ্যমে ব্রেনে পৌঁছে বিশেষ ধরনের প্রোটিন তৈরি করে, যা স্নায়ুকোষ ধ্বংসে ভূমিকা রাখে।
এছাড়া হার্ভার্ড মেডিকেল স্কুলের বিজ্ঞানীরা আরও জানাচ্ছেন, মুখ ও মস্তিষ্কের রক্তনালীগুলোর মধ্যে সরাসরি যোগসূত্র থাকায় দাঁতের ফাঁকে জমে থাকা জীবাণু মস্তিষ্কে রক্তপ্রবাহে বাধা সৃষ্টি করে। এর ফলে স্ট্রোকের ঝুঁকি অনেক বেড়ে যায়।
গবেষক দলের প্রধান রবার্ট এইচ স্মার্লিং জানান, “দাঁতের অসচেতনতা শুধু স্ট্রোক নয়, হৃদরোগের ঝুঁকিও বাড়িয়ে তোলে।” প্রায় ৬৫ হাজার হৃদরোগীর তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন তাঁরা।আরও জানা গেছে, দাঁতের সঠিক যত্ন না নিলে মুখগহ্বরে সংক্রমণ হয়, যেখান থেকে নিঃসৃত টক্সিন রক্তপ্রবাহে মিশে গিয়ে হার্টে পৌঁছায় এবং সেখানেও জটিলতা তৈরি করতে পারে।
এইসব বিপদের হাত থেকে বাঁচতে দাঁতের যত্নে নিয়মিত সচেতনতা বজায় রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রতিদিন অন্তত দু’বার দাঁত ব্রাশ করতে হবে, ফ্লস ব্যবহার করতে হবে, এবং বছরে একবার হলেও ডেন্টাল চেকআপ করানো উচিত।
দাঁতে ব্যথা বা মাড়ির সমস্যা হলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন। কারণ মুখের সুস্থতা শুধুই হাসির জন্য নয়, বরং পুরো শরীরের সুরক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
সূত্র:https://tinyurl.com/48k472t2
আফরোজা