
ছবিঃ সংগৃহীত
সাংবাদিকদের প্রশ্ন করার অধিকারকে কখনোই খর্ব করেনি অন্তর্বর্তী সরকার—এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, "সরকার এ পর্যন্ত কখনোই ফ্রিডম অফ প্রেস বা সংবাদমাধ্যমের স্বাধীনতা লঙ্ঘন করেনি।"
একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে শফিকুল আলম বলেন, “আমরা সাংবাদিকদের কখনো বলিনি, আপনি এই প্রশ্ন কেন করলেন? তাদের প্রশ্ন করার অধিকারকে কখনোই চ্যালেঞ্জ করা হয়নি। বরং সাংবাদিকরা যেসব প্রশ্ন করেছেন, আমাদের উপদেষ্টারা সেগুলোর উত্তর দিয়েছেন অত্যন্ত ভদ্রভাবে।”
তিনি আরও বলেন, “আমরা বাংলাদেশের সমস্ত শীর্ষস্থানীয় গণমাধ্যমকে আমন্ত্রণ জানাচ্ছি। যারা বিভিন্নভাবে আমাদের গ্রহণ করতে চাইছেন না, তাদের বলছি—আপনারা আপনাদের ১০ জন রিপোর্টারকে রেখে তদন্ত করুন, দেখুন কোনো নিয়ম লঙ্ঘন হয়েছে কিনা।”
জনগণেরও সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার রয়েছে বলে মন্তব্য করেন তিনি। “একজন সাধারণ নাগরিকের কি কোনো সাংবাদিককে প্রশ্ন করার অধিকার নেই? আমি নিজেও তো প্রশ্নের ঊর্ধ্বে নই। জনগণের এই অধিকারকে খর্ব করার চেষ্টা কেন?”—বলে প্রশ্ন তোলেন শফিকুল আলম।
এই বক্তব্যের মাধ্যমে অন্তর্বর্তী সরকার তাদের অবস্থান স্পষ্ট করেছে যে, সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং গঠনমূলক প্রশ্নের উত্তর দিতেই প্রস্তুত।
মুমু