ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

১৭ বছর পর দেশে ফিরলেন জোবাইদা রহমান

প্রকাশিত: ১১:৫০, ৬ মে ২০২৫

১৭ বছর পর দেশে ফিরলেন জোবাইদা রহমান

ছবি: সংগৃহীত।

দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। শাশুড়ি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে মঙ্গলবার (৬ মে) সকালে বিশেষ বিমানে দেশে পৌঁছান তিনি।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন জোবাইদা রহমান। এর পর কেটেছে প্রায় দুই দশক। স্বামী ও একমাত্র কন্যা জায়মা রহমানকে নিয়ে তিনি যুক্তরাজ্যে বসবাস করছিলেন।

আজ সকাল ১০টা ৪০ মিনিটে কাতারের আমিরের একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানে ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার পুত্রবধূ ডা. জোবাইদা রহমান এবং সৈয়দা শর্মিলা রহমান।

খালেদা জিয়া লন্ডনে প্রায় চার মাস চিকিৎসা শেষে দেশে ফিরলেন। তার সঙ্গেই ফিরলেন পরিবারের অন্য সদস্যরাও।

উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ সেপ্টেম্বর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমান, ডা. জোবাইদা রহমান ও তার মা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) কাফরুল থানায় মামলা করে। ওই মামলায় ২০২৩ সালে ঢাকার একটি আদালত জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড এবং ৩৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আদালতের রায় স্থগিত হয়। এর পরিপ্রেক্ষিতেই তার দেশে ফেরার পথ সুগম হয়।

দেশে ফিরে জোবাইদা রহমান ধানমন্ডির মাহবুব ভবনে উঠবেন। এটি তার প্রয়াত পিতা সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের পৈতৃক বাসভবন। বর্তমানে বাড়িটিতে তার অসুস্থ মা ও বড় বোন বসবাস করেন। জানা গেছে, দেশে ফিরে মা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গেই সময় কাটাবেন তিনি।

নুসরাত

×