ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

দাগি আসামি হাজার হাজার কিন্তু ট্রাইবুনাল একটা: মাহমুদা হাবিবা

প্রকাশিত: ১১:২৬, ৬ মে ২০২৫; আপডেট: ১১:২৮, ৬ মে ২০২৫

দাগি আসামি হাজার হাজার কিন্তু ট্রাইবুনাল একটা: মাহমুদা হাবিবা

ছবি: সংগৃহীত

বিএনপি নেত্রী মাহমুদা হাবিবা সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের আয়োজিত টক শোতে অংশ নিয়ে বিএনপির অবস্থান, সংস্কারের প্রয়োজনীয়তা এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

আওয়ামী লীগকে দল হিসেবে বাতিল করার প্রসঙ্গে তিনি বলেন, ‍“একটা দলকে নিশ্চিহ্ন করার তিনটি প্রসেস, বিশেষ করে আওয়ামী লীগের মতো দলের ক্ষেত্রে। প্রথমত ট্রাইবুনাল এবং যে তদন্ত কমিটি করা হয়েছে সেটার সংখ্যা বাড়াতে হবে।”

তিনি আরও বলেন, “ আপনার দাগি হচ্ছেন হাজার হাজার আর ট্রাইবুনাল করেছেন একটা। আপনি তদন্ত কমিশন করেছেন একটা, এটাতো কত বছর লাগবে এবং আল্টিমেটলি একটা কথাতো আছেই যে আপনি জাস্টিস যত ঢিলা করে দিবেন বা প্রসেস যত ঢিলা করে দিবেন ততোই এটা সম্ভাবনার ফেকের হয়ে আসতে থাকবে।”

এছাড়াও তিনি বলেন, “দল হিসেবে এই দলটির সিদ্ধান্ত আদালতের মাধ্যমে আসতে হবে। একটা দলকে নিশ্চিহ্ন করতে হলে সেই দলের মানুষদের সামনে একটা অপশনও আসতে হবে। এখানে কিছু কোর ভোটার আছেন সবকিছুই আমরা বুঝি কিন্তু তারপরেও একটা সুনির্দিষ্ট মত-পথের মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে এসেছেন এত বছর ধরে। আমাদের উচিত সেই গ্রাউন্টাতেও কাজ করা।”

সূত্র: https://shorturl.at/WwH6Z

মিরাজ খান

×