ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

বনানীতে রাস্তার দুপাশে জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা

প্রকাশিত: ০৯:৩০, ৬ মে ২০২৫

বনানীতে রাস্তার দুপাশে জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা

ছবি : সংগৃহীত

দীর্ঘদিন লন্ডনে চিকিৎসা শেষে আজ ঢাকায় ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে স্বাগত জানাতে রাজধানীর বনানীসহ আশপাশের এলাকায় সকাল থেকেই জড়ো হচ্ছেন বিএনপির হাজারো নেতাকর্মী। ভোর থেকেই ঢাকার বাইরে থেকে নেতাকর্মীরা এসে বনানী, কাকলী ও এয়ারপোর্ট সড়কে অবস্থান নিতে শুরু করেন।

 

 

নেতাকর্মীদের হাতে জাতীয় পতাকা, দলীয় পতাকা, ব্যানার ও পোস্টার দেখা গেছে। তারা বিভিন্ন স্লোগানে মুখর করে তুলেছেন পুরো এলাকা, “খালেদা জিয়ার আগমন শুভেচ্ছা স্বাগতম”, “জিয়ার সৈনিক লড়াই করো”, “দেখবে থেকে তেঁতুলিয়া, সবাই বলে খালেদা জিয়া”।

নেতাকর্মীরা জানান, বহুদিন পর তাদের নেত্রী দেশে ফিরছেন, যে নেত্রী দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও স্বাধীনতার পক্ষে আপোষহীন ছিলেন। দীর্ঘ কারাবাস ও অসুস্থতা কাটিয়ে তিনি এখন অনেকটাই সুস্থ এবং দেশে ফিরে আসছেন, তাই তাদের মধ্যে রয়েছে গভীর আবেগ ও উদ্দীপনা।

 

 

বনানীতে এখন পর্যন্ত সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং ট্রাফিক পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে। বিএনপির পক্ষ থেকেও নেতাকর্মীদের সড়কে কোনো ধরনের যানজট সৃষ্টি না করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

 

সূত্র:https://youtu.be/7-3TIVq9FKA?si=kXNLXxgaUSOxlCJX

অন্যদিকে, জানা গেছে খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের আকাশে প্রবেশ করবে। নেতাকর্মীদের একটাই প্রত্যাশা, তাদের প্রিয় নেত্রীকে একনজর দেখতে পারা। সার্বিকভাবে খালেদা জিয়ার আগমনকে ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ।

 

আঁখি

×