
ছবিঃ সংগৃহীত
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম বলেছেন, আওয়ামী লীগ এখন এমন এক রাজনৈতিক সংকটে পড়েছে যে, তাদেরকে যদি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগও দেওয়া হয়, তবুও দলটি নির্বাচনে যোগ দেওয়ার মতো প্রার্থী খুঁজে পাবে না।
তিনি বলেন, "আওয়ামী লীগ অতীতে যেসব অন্যায় করেছে, বিশেষ করে গত ১৫ বছরে, তার জন্য আজ তারা জাতির কাছে ক্ষমা চাওয়ারও যোগ্যতা হারিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে যেসব অভিযোগ রয়েছে, তা শুধু ব্যক্তিগত অপরাধ নয়, সেই সঙ্গে পুরো দলের ভবিষ্যৎও অনিশ্চিত করে তুলেছে।"
তিনি আরও বলেন, "দলের শীর্ষ নেতারা এখন অনেকেই দেশত্যাগ করেছেন বা নিরব রয়েছেন। মাঠপর্যায়ের কর্মীরাও হতাশাগ্রস্ত। অনেকে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এমনকি চট্টগ্রামে এক আওয়ামী লীগ নেতা সামাজিক মাধ্যমে আহ্বান জানিয়েছেন, যাতে নেতারা পালিয়ে যান।"
ব্যারিস্টার অসীম বলেন, "আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট চরিত্র ধারণ করেছে। বিরোধী মতাবলম্বীদের ওপর নিপীড়ন, গুম, হত্যা, ছাত্র আন্দোলনে সহিংসতা — এসব অপরাধ তাদের জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে।"
তিনি বলেন, "যদি আজ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, তবে আওয়ামী লীগ ২০টি আসনও পাবে কি না তা নিয়ে সন্দেহ আছে।"
সর্বশেষে তিনি বলেন, "এই দলটি এখন জনগণের আস্থা হারিয়েছে এবং রাজনৈতিকভাবে অস্তিত্ব সংকটে পড়েছে।"
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/1EDXRXa7Qk/
মারিয়া