ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

"সুখী মানুষ বেশি দিন বাঁচে": তরুণ বিনিয়োগকারীদের উদ্দেশ্য ওয়ারেন বাফেট

প্রকাশিত: ১১:২৬, ৬ মে ২০২৫; আপডেট: ১১:২৯, ৬ মে ২০২৫

ছবি : সংগৃহীত

এক বার্ষিক সাধারণ সভায় কিংবদন্তি বিনিয়োগকারী ওয়ারেন বাফেট জীবনে সঠিক মানুষদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, একজন মানুষ কাদের সঙ্গে সময় কাটায়, তা তার জীবনের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

সহকর্মী, বন্ধু বা যাদের তিনি প্রশংসা করেন,তাদের প্রভাবেই ব্যক্তির জীবন এগিয়ে চলে। বাফেট মনে করেন, সঠিক মানুষদের সঙ্গে সম্পর্ক শুধু পেশাগত উন্নতির জন্য নয়, বরং ব্যক্তিগত সুখ ও পরিপূর্ণতার জন্যও অপরিহার্য। তিনি বলেন, এমন মানুষের সংস্পর্শে এলে শুধু ব্যবসায় সফল হওয়ার কৌশলই শেখা যায় না, বরং জীবনের সফলতার পথও খুঁজে পাওয়া যায়।

 

 

 

তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বাফেট বলেন, এমন পেশা বেছে নিতে হবে যেটি তারা ভালোবাসেন—এমনকি অর্থ ছাড়াও করতে ইচ্ছুক হতেন এমন কাজ। তিনি জানান, তিনি বহু বছর ধরেই এমন একটি কাজ করছেন, যা তিনি ভালোবাসেন এবং অর্থ ছাড়াও করতে প্রস্তুত থাকতেন। তিনি সতর্ক করে বলেন, জীবনে এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক না রাখাই ভালো যারা এমন কিছু করতে বলে যা নিজের নীতিবোধ বা মূল্যবোধের সঙ্গে যায় না। নিজের জীবনের শুরুর দিকের একটি অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, কেবল দশ মিনিটের পরিচয়ে তিনি এমন একজন মেন্টর পেয়েছিলেন যিনি তার জীবনে অসাধারণভাবে সহায়ক হয়েছিলেন। বাফেট মনে করেন, পারস্পরিক সদিচ্ছা ও ইতিবাচক আচরণ সময়ের সাথে সাথে একে অপরকে সমৃদ্ধ করে এবং একটি শক্তিশালী ও দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলে। তাঁর এই বক্তব্য তরুণ প্রজন্মকে জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে এবং মূল্যবোধ বজায় রেখে এগিয়ে চলার প্রেরণা দেয়।

আঁখি

×