ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

নতুন পোপ নির্বাচনের খুঁটিনাটি

জ্যাষ্টিন গোমেজ

প্রকাশিত: ২০:১৮, ৫ মে ২০২৫

নতুন পোপ নির্বাচনের খুঁটিনাটি

উদারনীতি ও সংস্কারের জন্য স্মরণীয় সারা বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস ৮৮ বছর বয়সে প্রয়াত হয়েছেন গত ২১ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দে। ২৬ এপ্রিল রোমের ব্যাসিলিকা ডি সান্তা মারিয়া ম্যাগিওরে তাঁকে সমাহিত করা হয়। পোপ ফ্রান্সিসের প্রয়াণের পর বর্তমানের কার্ডিনাল ক্যামেরলেঙ্গো (ঈধৎফরহধষ ঈধসবৎষবহমড়) ভ্যাটিকানের দায়িত্ব পালন করছেন। ‘কার্ডিনাল ক্যামেরলেঙ্গো’ হলো একটি পদ, যার অবস্থান পোপের পরেই। এছাড়াও পোপ মারা গেলে ক্যামেরলেঙ্গোকে তা নিশ্চিত করতে হয়। ২০১৯ সালে কার্ডিনাল কেভিন ফারেলকে প্রয়াত পোপ ফ্রান্সিস নিজেই ক্যামেরলেঙ্গোর পদে মনোনীত করে গেছেন। নিয়ম অনুযায়ী ক্যামেরলেঙ্গোর দায়িত্ব হলো নতুন পোপ নির্বাচন এবং তাঁর দায়িত্ব নেওয়া অবধি ভ্যাটিকান পরিচালনার গুরুভার সামলানো।

সর্বোচ্চ পদটি এখন শূন্য

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ক্যাথলিকদের সর্বোচ্চ পদটি এখন শূন্য। যা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে পূরণ করা হবে। প্রাক্তন পোপের মৃত্যু এবং নতুন পোপ নির্বাচিত হওয়ার মধ্যবর্তী সময়কে বলে ‘সেডে ভেকান্টে’ (ঝবফব ঠবপধহঃব)। লাতিন এই শব্দের অর্থ ঃযব ংবধঃ রং াধপধহঃ বা আসন খালি। ইতোমধ্যে নির্বাচনি প্রস্তুতি সম্পন্ন করে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে রোম। দেশটির ঘোষণা মতে, কার্ডিনালগণ ৭ মে নির্বাচন শুরু করার জন্য একমত হয়েছেন। ‘কার্ডিনাল’ হলো একটি পদ যার অবস্থান পোপের পরেই। পোপ নির্বাচনের সময় কার্ডিনালদের মধ্য থেকে পরবর্তী পোপ নির্বাচিত হয়।

কয়েকশ’ বছরের পুরানো ‘কনক্লেভ’ রীতি

কয়েকশ’ বছরের পুরানো রীতি অনুসরণ করে এবারও নির্বাচন করা হবে রোমের ২৬৭তম পোপ, যিনি সারা বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের নেতৃত্ব দেবেন। মূলত এক জটিল প্রক্রিয়া মেনে অতি গোপনে নতুন পোপ নির্বাচন করা হয়। যা কনক্লেভ [একান্ত বৈঠক] নামে পরিচিত। নতুন পোপ নির্বাচনের জন্য বিশ্বের সকল কার্ডিনাল, যাদের বয়স ৮০ বছরের কম, তারা ইতোমধ্যে ভ্যাটিকান সিটিতে অবস্থান করছেন। বর্তমানে মোট ২৫২ জন ক্যাথলিক কার্ডিনাল রয়েছেন। অনেকে ৮০ বছরের উপরে রয়েছেন। ফলে ১৩৫ জন আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। এই ১৩৫ জন্য এর মধ্য ২ জন কার্ডিনাল স্বাস্থ্যজনিত কারণে নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তাই এবার নির্বাচনে অংশগ্রহণ করছেন ১৩৩ জন। পোপ নির্বাচনের ভোট বা ‘কনক্লেভ’ মূলত অনুষ্ঠিত হয় চিত্রশিল্পী মাইকেলেঞ্জেলোর আঁকা বিখ্যাত সিস্টিন চ্যাপেলের (ছোট গির্জা) ভিতরে। কঠোর গোপনীয়তার সঙ্গে সেখানে কার্ডিনালরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। তারা সিস্টিন চ্যাপেলের ভেতরে আটকে থাকেন এবং বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন থাকেন। এই সময়কালে তাদের কার্যত মিডিয়া বা ফোনের সঙ্গে কোনো যোগাযোগ থাকে না। নতুন পোপ নির্বাচনের এই প্রক্রিয়ায় বেশ কয়েক দিন সময় লেগে যেতে পারে। অতীতে এক সপ্তাহ থেকে এক মাস ধরেও ভোট চলতে দেখা গেছে। সবচেয়ে মজার বিষয় হলো, ভোট চলাকালে কার্ডিনালদের মধ্যে কেউ কেউ মৃত্যুবরণ করেছেন, এমন ঘটনাও আছে। নতুন পোপ নির্বাচন কতটুকু এগোলো সেটি বোঝার একমাত্র উপায় হলো সিস্টিন চ্যাপেলের চিমনির ধোঁয়া। নির্বাচন চলাকালে প্রতিবার ভোট শেষে যদি পোপ নির্বাচিত না হয়, তাহলে নির্দিষ্ট চুল্লিতে ব্যালট পেপার পুড়িয়ে কালো ধোঁয়া ওড়ানো হয়। কালো ধোঁয়া বের হলে বুঝতে হবে যে, পোপ নির্বাচন হয়নি। আর সাদা ধোঁয়া দেখা দিলে বুঝতে হবে পোপ নির্বাচিত হয়েছেন। পোপ হতে হলে কার্ডিনালদের দুই-তৃতীয়াংশ ভোট পেতে হবে। তা পেলে নির্বাচিত কার্ডিনালকে পোপ হওয়ার জন্য আহ্বান জানানো হয়। তিনি জয় স্বীকার করলে হন পরবর্তী পোপ।

কি হতে যাচ্ছে নির্বাচনের দিন

আগামী ৭ মে সোমবার কার্ডিনালগণ সারাদিন ধ্যান-প্রার্থনা ও খ্রিস্টযাগে মগ্ন থাকবেন। অন্যান্য আরও আচার-বিধি থাকবে। তারপর রোমের সময় সন্ধ্যাবেলা নির্বাচন শুরু হবে। নির্বাচন চলাকালীন  ভিতরের পরিবেশ সম্পূর্ণ গোপনীয়তার সঙ্গে রক্ষা করা হবে। সেদিন সন্ধ্যাবেলা প্রথম দফায় পোপ নির্বাচিত না হলে পরের দিন আবার সকাল থেকে নির্বাচন শুরু হবে। এভাবে দিনে ৪ দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সকালে দুইবার এবং বিকেলে দুইবার। যতক্ষণ না পর্যন্ত পোপ নির্বাচিত হয়। পোপ নির্বাচিত হওয়ার পর ব্যালট পেপার পুড়িয়ে সাদা ধোঁয়া বের করে সারা বিশ্বকে জানান দেওয়া হয় যে পোপ নির্বাচিত হয়েছেন। তারপর ঘণ্টাখানেকের মধ্যে নতুন পোপ ঐতিহ্যবাহী পোশাক পরে সেন্ট পিটার্স স্কয়ারের বারান্দায় এসে দাঁড়াবেন। নির্বাচনে অংশগ্রহণকারী একজন জ্যেষ্ঠ কার্ডিনাল লাতিন ভাষায় চিৎকার করে বলবেন, ‘হ্যাবেমাস পাপাম’, [আমাদের একজন পোপ আছেন]। এরপর কার্ডিনাল নতুন পোপের নাম ঘোষণা করেন।

প্রার্থনার আহ্বান

রোমের ২৬৭তম পোপকে নির্বাচন করার জন্য ভ্যাটিকানের সেই বিখ্যাত সিস্টিন চ্যাপেলের (ছোট গির্জা) ওপরে ইতোমধ্যে চিমনি বসানো হয়েছে। ১৩৩ জন ইলেক্টোরাল কার্ডিনাল, যাদের মধ্য থেকে পরবর্তী পোপ নির্বাচিত হবেন, তারা ইতোমধ্যে সবার কাছে প্রার্থনা আহ্বান করেছেন। যেন প্রার্থনার মাধ্যমে ঈশ্বর তার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন। যেন একজন যোগ্য উত্তরসূরি নির্বাচিত হয়। যার মাধ্যমে সারা বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানরা এক নতুন নেতৃত্ব পাবে।

কে হতে যাচ্ছেন পরবর্তী পোপ
অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে, নতুন পোপ নির্বাচনের ক্ষেত্রে কার্ডিনালরা সাধারণত একজন ইউরোপীয়, বিশেষ করে একজন ইতালীয়কেই বেছে নেন। এখন পর্যন্ত নির্বাচিত ২৬৬ জন পোপের মধ্যে ২১৭ জনই এসেছেন ইতালি থেকে। কথা হলো, কে হতে যাচ্ছেন পরবর্তী সারা বিশ্বের প্রায় একশ’ চল্লিশ কোটি ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ। বিষয়টি নিয়ে ভবিষ্যদ্বাণী করা বেশ কঠিন, কিন্তু তা নিয়ে আলোচনা এখন তুঙ্গে। তবে আলোচনার শীর্ষে রয়েছেন বেশ কয়েকজন কার্ডিনাল।

ফিলিপিন্সের কার্ডিনাল লুই অ্যান্টোনিও টাগলে

ফিলিপিন্সের ম্যানিলার কার্ডিনাল লুইস আন্টোনিও টাগলে এশিয়া থেকে প্রথম পোপ হতে পারেন। ৬৭ বছর বয়সী টাগলে ‘এশিয়ার ফ্রান্সিস’ নামেও পরিচিত। নির্বাচিত হলে টাগলে হবেন এশিয়ার প্রথম পোপ। সামাজিক সুরক্ষায় গুরুত্ব দেওয়ায় এই কার্ডিনালের পোপ হওয়ার দৌড়ে পাল্লা ভারি।

হাঙ্গেরির কার্ডিনাল পিটার এরদো

মন-মানসিকতায় কিছুটা রক্ষণশীল হাঙ্গেরির কার্ডিনাল পিটার এরদো নতুন পোপ নির্বাচিত হলে, তা প্রত্যাশার সঙ্গে কিছুটা ব্যতিক্রম বলে মনে করেন অনেকে। ৭২ বছর বয়সী এই কার্ডিনাল ২০১৩ সালে পোপ ফ্রান্সিসের প্রতিদ্বন্দ্বী ছিলেন। রক্ষণশীল মনোভাবাপন্ন হওয়া সত্ত্বেও পোপ ফ্রান্সিসের উদার কর্মসূচির সঙ্গে তাল মিলিয়ে চলতে চেষ্টা করতেন তিনি।

ফ্রান্সের কার্ডিনাল জঁ-মার্ক অ্যাভেলিন
সহজ-সরল প্রকৃতি এবং হাস্যরসের জন্য পরিচিত ৬৬ বছর বয়সী জঁ-মার্ক অ্যাভেলিন ফরাসি নাগরিক। স্থানীয় ক্যাথলিক মহলে তিনি ‘জন চতুর্বিংশ’ নামে পরিচিত। অ্যাভেলিন সাদাসিধা ভাব, সহজ-সরল প্রকৃতি এবং হাস্যরসের জন্য পরিচিত। প্রয়াত পোপ ফ্রান্সিসের সঙ্গে তাঁর মতাদর্শিক নৈকট্য রয়েছে। ফ্রান্সিসের মতো তিনি অভিবাসন এবং মুসলিম বিশ্বের বিষয়ে বিশেষ গুরুত্ব দেন। প্রয়াত পোপের মতো তিনিও উঁচু মাপের বুদ্ধিজীবী।

মাল্টার কার্ডিনাল মারিও গ্রেচ

ছোট দ্বীপ মাল্টার গোজোয় জন্মগ্রহণকারী ৬৮ বছর বয়সী কার্ডিনাল মারিও গ্রেচ বিশপদের সিনডের মহাসচিব হিসেবে নিযুক্ত রয়েছেন। সিনডের মহাসচিব ভ্যাটিকানের বেশ গুরুত্বপূর্ণ পদ। শুরুর দিকে রক্ষণশীল থাকলেও পরে তিনি ফ্রান্সিসের সংস্কার কার্যক্রমের মশাল বহনকারী ব্যক্তিতে পরিণত হয়েছিলেন।

কার্ডিনাল হুয়ান হোসে ওমেলা

গুরুত্বপূর্ণ পদে থাকার পরেও স্পেনের বার্সেলোনার কার্ডিনাল ওমেলা সাদামাটা জীবন-যাপন করার জন্য বেশ পরিচিত। তিনি বিনয়ী ও সদালাপী। এই ধর্মগুরু সামাজিক ন্যায়বিচারের বিষয়ে বিশেষ মনোযোগী।

ইতালির কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিন

৭০ বছর বয়সী ইতালির নাগরিক কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিন মূলত ভ্যাটিকানের কূটনীতিক। তিনি ২০১৩ সাল থেকে পোপ ফ্রান্সিসের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এই পদে দায়িত্ব পালনকারীদের ডেপুটি পোপ বলা হয়। এই পদ প্রধানমন্ত্রীর সমমর্যাদার। তাঁকে উদার ও রক্ষণশীলদের মধ্যবর্তী প্রার্থী মনে করা হয়।

ঘানার কার্ডিনাল পিটার কোডও
অ্যাপিয়াহ টার্কসন

ভ্যাটিকানের বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন ঘানার একটি ছোট গ্রামে জন্মগ্রহণকারী কার্ডিনাল পিটার কোডও অ্যাপিয়াহ টার্কসন। ৭৬ বছর বয়সী এই কার্ডিনালের যোগাযোগে চমৎকার দক্ষতা রয়েছে। নির্বাচিত হলে সাব-সাহারা আফ্রিকা থেকে তিনিই হবেন প্রথম পোপ।

লেখক : সাংবাদিক
[email protected]

প্যানেল

×