
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে গরুর খড় খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে টেঁটাবিদ্ধ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (৫ মে) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, সকালে উত্তর সাঙ্গর গ্রামের আইয়ুব আলীর একটি গরু প্রতিবেশী হামিদা বেগমের খড় খেয়ে ফেলে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের নারীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের পুরুষ সদস্যরাও দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন।
আহতদের অনেককে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের মধ্যে টেঁটাবিদ্ধ ১৫ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, "সংঘর্ষের পর বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিরাপত্তা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
নুসরাত