
মৌলভীবাজারের কমলগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর বলেছেন, "সত্যিকার অর্থে দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে ছাত্রসমাজকেই এগিয়ে আসতে হবে।"
সোমবার (৫ মে) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিযোগিতার বিষয় ছিল: "জবাবদিহিমূলক সরকার ব্যবস্থাই পারে দুর্নীতি দমন ও প্রতিরোধ করতে"। বিষয়টির পক্ষে যুক্তিতর্ক তুলে ধরে বিজয়ী হয় পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজ। প্রতিযোগিতার অপর দল ছিল বিএএফ শাহিন কলেজ, শমশেরনগর।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন ইউএনও মাখন চন্দ্র সূত্রধর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মাইদুল ইসলাম।
প্রতিযোগিতায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় (হবিগঞ্জ) এর উপ-পরিচালক মো. এরশাদ মিয়া, পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার পারভীন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আব্দুল হান্নান চিনু, আইডিয়াল কেজি অ্যান্ড হাই স্কুলের অধ্যক্ষ মো. মাসুক মিয়া, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম.এ. ওয়াহিদ রুলু ও সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, সাংবাদিক পিন্টু দেবনাথ, মুনায়েম খান, মুমিন আহমেদ এবং সমাজসেবক শফিকুর রহমান প্রমুখ।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সুজন আহমেদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়কুমার হাজরা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইমরান আলী।
এর আগে গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত প্রথম পর্বে উপজেলার চারটি বিদ্যালয় অংশগ্রহণ করে।
নুসরাত