ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

ভারতের ব্ল্যাকআউট মহড়া, ক্ষেপনাস্ত্রের পর এবার আটার মজুদ বাড়াচ্ছে পাকিস্তান

প্রকাশিত: ০৪:৪১, ৬ মে ২০২৫; আপডেট: ০৪:৪২, ৬ মে ২০২৫

ভারতের ব্ল্যাকআউট মহড়া, ক্ষেপনাস্ত্রের পর এবার আটার মজুদ বাড়াচ্ছে পাকিস্তান

ছবি: সংগৃহীত

কাশ্মীর সীমান্তে চরম উত্তেজনার মধ্যে ব্ল্যাকআউট মহড়া চালিয়েছে ভারত। এর পাশাপাশি পাকিস্তানে চেনাব নদীর পানিপ্রবাহ কমিয়ে দিচ্ছে নয়াদিল্লি। পাল্টা প্রতিক্রিয়ায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হচ্ছে ইসলামাবাদ। একই সঙ্গে যুদ্ধকালীন প্রস্তুতি হিসেবে গমের আটা মজুদ শুরু করেছে পাকিস্তান।

গত রোববার (৪ মে) রাতে ভারতের পাঞ্জাব রাজ্যের ফিরোজপুর সেনানিবাসে আধা ঘণ্টার জন্য ব্ল্যাকআউট মহড়া চালায় ভারতীয় সেনাবাহিনী। এই সময় স্থানীয় বাসিন্দাদের জানিয়ে দেওয়া হয়, সব আলো নিভিয়ে রাখতে হবে। সেনাবাহিনীর দাবি, যুদ্ধকালীন ব্ল্যাকআউট বাস্তবায়নের সক্ষমতা যাচাই করাই এই মহড়ার মূল উদ্দেশ্য।

এদিকে ভারত নিয়ন্ত্রিত বাগলিহার বাঁধের মাধ্যমে চেনাব নদীর পানিপ্রবাহ কমানো হয়েছে। আরও জানা গেছে, কিশানগঙ্গা বাঁধ ব্যবহার করে ঝিলম নদীর প্রবাহও সীমিত করার পরিকল্পনা করছে ভারত। বিষয়টি ‘আগ্রাসী পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তুলতে যাচ্ছে পাকিস্তান।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতের সামরিক উসকানি, সন্ত্রাসবিরোধী অভিযানের পর বাগলিহার ও কিশানগঙ্গা প্রকল্পে চুক্তি লঙ্ঘনসহ একাধিক ইস্যু আলোচনার জন্য জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখারকে নির্দেশনা দেওয়া হয়েছে।

২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে বন্দুক হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়। ভারত এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে। তবে ইসলামাবাদ অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে।

চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে, এই শঙ্কায় পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের খাদ্য বিভাগ সীমান্তবর্তী এলাকা ও অরক্ষিত অঞ্চলে গমের আটা মজুদ করতে শুরু করেছে।

পাকিস্তানের শীর্ষ দৈনিক ‘দ্য ডন’ জানায়, আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরি আনোয়ারুল হকের নির্দেশে এখন শুধু সীমান্ত নয়, অভ্যন্তরীণ এলাকাতেও আটা মজুদের উদ্যোগ নেওয়া হচ্ছে। স্থানীয় চাহিদা পূরণে অন্তত দুই মাসের জন্য খাদ্যশস্য সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

সাম্প্রতিক ব্ল্যাকআউট মহড়া, পানি সরবরাহ বন্ধ এবং খাদ্য মজুদসব মিলিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক ফের সংঘাতের দিকে এগোচ্ছে। দুই দেশের এই উত্তপ্ত অবস্থান গোটা দক্ষিণ এশিয়াকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=Q7yS05i2Jyc

রাকিব

আরো পড়ুন  

×