
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবিঃ সংগৃহীত
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করে বলেছেন, কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর যেকোনো মুহূর্তে ভারত সামরিক হামলা চালাতে পারে—যা কয়েকদিন আগেই আরেকজন মন্ত্রীও বলেছিলেন।
সোমবার ইসলামাবাদে সাংবাদিকদের তিনি বলেন, “নিয়ন্ত্রণ রেখার যেকোনো স্থানে ভারত হামলা চালাতে পারে বলে খবরে জানা যাচ্ছে। এ ধরনের হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে,”—পিটিআইয়ের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এই মন্তব্য পেহেলগাম হামলার পর আসে, যেখানে ২৬ জন, যার মধ্যে ২৫ জন ভারতীয়, প্রাণ হারান। হামলার পর ভারত-পাকিস্তান, এই দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আসিফ আরও বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, “এই তদন্তে পরিষ্কার হবে ঘটনাটিতে ভারত নিজে অথবা কোনো অভ্যন্তরীণ গোষ্ঠী জড়িত কিনা, এবং নয়াদিল্লির ভিত্তিহীন অভিযোগের পেছনের সত্য প্রকাশ পাবে।”
এই প্রথম নয়—পেহেলগাম হামলার পর ভারত হামলা চালাতে পারে এমন শঙ্কা আগেও প্রকাশ করেছিলেন পাকিস্তানের ফেডারেল তথ্যমন্ত্রী আত্তা তারার। তিনি গত সপ্তাহে বলেছিলেন, “আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তবে সেই সময় পেরিয়ে গেলেও ভারতীয় পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
মুমু