ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

কয়েকটি পত্রিকা জুলাই অভ্যুত্থান লিখেনা, তারা লিখে জুলাই আন্দোলন : তথ্য উপদেষ্টা

প্রকাশিত: ০৯:৪১, ৬ মে ২০২৫; আপডেট: ০৯:৪২, ৬ মে ২০২৫

কয়েকটি পত্রিকা জুলাই অভ্যুত্থান লিখেনা, তারা লিখে জুলাই আন্দোলন : তথ্য উপদেষ্টা

ছবি : সংগৃহীত

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম দেশের কিছু সংবাদমাধ্যমের ভাষা এবং দৃষ্টিভঙ্গি নিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, “কয়েকটি পত্রিকা ‘জুলাই অভ্যুত্থান’ শব্দটি ব্যবহার না করে ‘জুলাই আন্দোলন’ বলে, আবার বলে না ‘জুলাই গণঅভ্যুত্থানের সরকার’, তারা লেখে ‘পট পরিবর্তনের পরবর্তী সরকার’ অথবা ‘ক্ষমতার পট পরিবর্তন’। এটি একটি সচেতন প্রচেষ্টা। এর ইংরেজি দাঁড়ায় ‘Regime Change’, যা মূলত ভারতীয় ন্যারেটিভ, যেখানে বলা হয়, একটি রিজিম চেঞ্জ অপারেশন হয়েছে।”

 

 

তথ্য উপদেষ্টা আরও বলেন, “এই রিজিম চেঞ্জ অপারেশনে ২০০০ শহীদ হয়নি, বরং এটি ছিল একটি রাজনৈতিক চক্রান্ত, যার মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে। এটা কোনো সাধারণ ঘটনা নয়, এবং কোনো দায়িত্বশীল সংবাদমাধ্যমের উচিত নয় এরকম ভাষা ব্যবহার করা। যারা এটা করছে, তাদের নৈতিক সাহস নিয়ে প্রশ্ন ওঠে।”

তিনি স্পষ্ট করেন যে সরকার এসব সংবাদমাধ্যমের বিরুদ্ধে কোনো দমনমূলক ব্যবস্থা নেয়নি। “আমরা কোনো সংবাদপত্র বন্ধ করিনি, কোনো সম্পাদককে কল দিইনি, কিংবা কোনো সাংবাদিককে হুমকি দিইনি। কিন্তু যারা এমন লেখা লিখছেন, তারা যেন মনে রাখেন- জনগণ এবং শহীদ পরিবারগুলো এই অন্যায়কে ভুলবে না।”

তিনি বলেন, “এই ঘটনাগুলো তো অনেক পুরনো নয়। কয়েক মাস আগেই ঘটেছে। শহীদ পরিবারগুলো এখনো বিচার পায়নি। একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, তবে বিচারপ্রক্রিয়া জটিল। আমরা জানি, বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপটে বিচার চাইলেই সম্ভব নয়।”

 

 

তথ্য উপদেষ্টা স্পষ্টভাবে উল্লেখ করেন, “আমরা যদি বিচারপ্রক্রিয়াকে অবমাননা করে নির্বিচারে গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড দিতে শুরু করি, তাহলে আমাদের আর আওয়ামী লীগের সঙ্গে পার্থক্য থাকবে না।”

এই বক্তব্যে মাহফুজ আলম দেশের সংবাদমাধ্যমকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান এবং জাতীয় শোক ও বিচারপ্রক্রিয়ার বাস্তবতা বিবেচনায় রেখে প্রতিবেদন প্রকাশের অনুরোধ জানান।

আঁখি

×