ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

ধামরাইয়ে ইটভাটা বন্ধের দাবি স্থানীয়দের

ইটভাটার দূষিত ধোঁয়ায় পুড়ল ১২০ হেক্টর জমির বোরো ধান

নিজস্ব সংবাদদাতা, ধামরাই, ঢাকা।।

প্রকাশিত: ০৯:৫৪, ৬ মে ২০২৫

ইটভাটার দূষিত ধোঁয়ায় পুড়ল ১২০ হেক্টর জমির বোরো ধান

ঢাকার ধামরাইয়ে ইটভাটার থেকে নির্গত দূষিত ধোঁয়ায় নষ্ট হয়ে গেছে ১২০ হেক্টর জমির বোরো ধান। ফলন না পাওয়ার আশঙ্কা করছেন শতাধিক কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষকেরা ফসল রক্ষায় অবৈধ ইটভাটা দ্রুত অপসারণ ও ক্ষতিপূরণের দাবিও জানাচ্ছেন কৃষকরা।তবে ইটভাটা মালিক পক্ষের সাথে কথা বলে কৃষকের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান উপজেলা প্রশাসন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কুল্লা ইউনিয়নের জয়বাংলা বিকস, সুতিপাড়া ইউনিয়নের লায়ন বিকস ও দাদা বিকস, সানেড়া ইউনিয়নের টাটা বিকস-এর বিষাক্ত ধোঁয়ায় পুড়েছে কৃষকের জমির বোরো ধান। বিষাক্ত ধোঁয়ায় পাতা পুড়ে মরে যাচ্ছে, ধানের গুটিগুলো চিটা হয়ে গেছে। এই বোরো ধান নষ্ট হওয়ার জন্য ক্ষেতের পাশের ইটভাটাকে দুষছেন তারা।
তবে কৃষকদের দাবি শুধু বোরো ধানই নয়, মৌসুমি ফল ও শাক-সবজির উপরও এর প্রভাব পড়ে। চোখের সামনে যত্নে লাগানো বোরো ধান নষ্ট হওয়া দেখে দিশেহারা হয়ে পড়েছে কৃষক।
 

উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, এ বছর ধামরাইয়ে ১৬ হাজার ৯৯৫ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। এর মধ্যে গত কয়েক দিনে ইটভাটার ছেড়ে দেওয়া দূষিত ধোঁয়ায় নষ্ট হয়েছে প্রায় ১২০ হেক্টর জমির বোরো ধান।ক্ষতিগ্রস্ত কৃষকেরা বলেন, ইটভাটার দূষিত ধোঁয়া ছাড়ার কারণে সারা জমির সব ধান নষ্ট হয়ে গেছে। এখন আমরা পরিবার নিয়ে সারাবছর কি খাব? এ নিয়ে চিন্তায় আছি। এখন আমরা ক্ষতিপূরণ চাই।


এদিকে ধামরাইয়ে ইটভাটার থেকে নির্গত দূষিত ধোঁয়ায় নষ্ট হয়ে যাওয়া ধানক্ষেতগুলো পরিদর্শন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আরিফুর রহমান। দ্রুত ক্ষতিপূরণসহ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আফরোজা

×