
ছবি: সংগৃহীত
রোববার (৪ মে) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্বাস্থ্যখ্যাত সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে তুলে দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়, দেশের স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা, জবাবদিহি এবং রোগীর স্বার্থ সুরক্ষায় এখনই কার্যকর সংস্কার প্রয়োজন।
প্রতিবেদনে চিকিৎসকদের প্রেসক্রিপশনে ওষুধ কোম্পানির ব্র্যান্ডের পরিবর্তে জেনেরিক নাম লেখাকে বাধ্যতামূলক করতে বলা হয়েছে। বর্তমানে অনেক চিকিৎসকই ওষুধ কোম্পানির প্রভাবে নির্দিষ্ট ব্র্যান্ড নাম লিখে থাকেন, যা রোগীদের বিকল্পের সুযোগ কমিয়ে দেয় এবং চিকিৎসা ব্যয় বাড়ায়।
কমিশনের প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশে অ্যান্টিবায়োটিক ব্যবহারে নিয়ম না মানার প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে। রোগ নির্ণয়ের জন্য সঠিক পদ্ধতি অনুসরণ না করেই মানুষ স্বেচ্ছায় অ্যান্টিবায়োটিক গ্রহণ করে থাকে। অনেক ফার্মেসিও প্রেসক্রিপশন ছাড়াই এসব ওষুধ বিক্রি করে। এতে করে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্স বা ওষুধ প্রতিরোধী জীবাণুর বিস্তার ঘটছে, যা ভবিষ্যতের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।
এই পরিস্থিতি মোকাবিলায় এমবিবিএস চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, দেশের সকল নাগরিককে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা দিতে সংবিধানে সংশোধন এনে এটিকে রাষ্ট্রীয় বাধ্যবাধকতা হিসেবে প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি একটি ‘বাংলাদেশ হেলথ সার্ভিস’ গঠন, যেখানে সরকারি ও বেসরকারি চিকিৎসাসেবা একসঙ্গে সমন্বিতভাবে চলবে, এমন কাঠামো গড়ার আহ্বান জানানো হয়েছে। এটি গঠনের জন্য একটি সার্চ কমিটি গঠনের কথাও বলা হয়েছে, যারা রাজনৈতিক প্রভাবমুক্তভাবে প্রার্থীদের নির্বাচন করবে।
এই উদ্যোগের অংশ হিসেবে প্রতিটি নাগরিকের জন্য একটি ইউনিক হেলথ আইডি এবং স্মার্ট হেলথ কার্ড চালুর সুপারিশ করা হয়েছে, যাতে একজন রোগীর সকল স্বাস্থ্যতথ্য ডিজিটালভাবে সংরক্ষণ এবং অনুসরণ করা যায়। স্বাস্থ্যখাতের বাজেট সীমিত হলেও যদি সঠিকভাবে সংগঠিত ও ব্যবস্থাপনা করা যায়, তাহলে এই সংস্কারগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা সম্ভব বলে মনে করে কমিশন। রিপোর্টে বলা হয়েছে, এসব সুপারিশ বাস্তবায়নে কমপক্ষে দুই বছর সময় লাগবে।
কমিশনের মতে, একটি টেকসই, কার্যকর ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে হলে সরকারি ও বেসরকারি খাতের কার্যকর সমন্বয় প্রয়োজন।
সূত্র: https://www.youtube.com/watch?v=OoVJpPe0Skk
রাকিব