
ছবি: সংগৃহীত
ভারতের পূর্ব ও পশ্চিম সীমান্তে নজরদারি বহুগুণে বাড়াতে বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটির সরকার। সম্প্রতি প্রকাশিত দ্য ইকোনমিক টাইমস এর এক প্রতিবেদনে জানা গেছে, সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর জন্য ১৬টি নতুন ব্যাটালিয়ন এবং দুটি ফরোয়ার্ড হেডকোয়ার্টার গঠনের পরিকল্পনা ইতোমধ্যেই নীতিগত অনুমোদন পেয়েছে।
প্রস্তাবিত নতুন ব্যাটালিয়নগুলোতে নিয়োগ দেওয়া হবে প্রায় ১৭ হাজার সৈন্য, যা ধাপে ধাপে আগামী ৫ থেকে ৬ বছরের মধ্যে সম্পন্ন হবে। পূর্ব সীমান্তের মিজোরাম এবং পশ্চিম সীমান্তের জম্মু অঞ্চলে গড়ে তোলা হবে দুটি নতুন ফরোয়ার্ড হেডকোয়ার্টার।
বিশ্লেষকদের মতে, ভারতের এই নজিরবিহীন প্রস্তুতির পেছনে রয়েছে সাম্প্রতিক দুটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা প্রেক্ষাপট। বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা এবং শেখ হাসিনা সরকারের পতনের গুঞ্জন ঘিরে পূর্ব সীমান্তে নিরাপত্তা উদ্বেগ এবং সম্প্রতি ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটকের নিহত হওয়া, যা পশ্চিম সীমান্তে হুমকির মাত্রা বাড়িয়েছে।
বর্তমানে বিএসএফ ৬ হাজার ৭২৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত পাহারা দেয়, যার মধ্যে প্রায় ১ হাজার ৪৭ কিলোমিটার এখনো সুরক্ষা বেড়া ছাড়া। বিশেষ করে নদী ও দুর্গম পার্বত্য এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, বলেই মনে করছে বাহিনীটি।
বিশ্লেষকরা বলছেন, এটি শুধুমাত্র তাৎক্ষণিক হুমকি প্রতিরোধ নয়, বরং ভারতের দীর্ঘমেয়াদী সীমান্ত কৌশলের অংশ। ভবিষ্যতের জটিল নিরাপত্তা পরিস্থিতির জন্য একটি প্রস্তুত ও সক্ষম বাহিনী গড়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পেলেই পুরুষ ও নারী সদস্যদের নিয়োগ ও প্রশিক্ষণ শুরু করবে বিএসএফ।
সূত্র: https://www.youtube.com/watch?v=amSGoD8I2JQ
রাকিব