ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান

ভাওয়ালরাজ এস্টেটের ১০ কোটি টাকার জমি উদ্ধার

স্টাফ রিপোর্টার, গাজীপুর

প্রকাশিত: ০০:৩৯, ৬ মে ২০২৫

ভাওয়ালরাজ এস্টেটের ১০ কোটি টাকার জমি উদ্ধার

গাজীপুরে ভাওয়াল রাজ এস্টেটের প্রায় ১০ কোটি টাকা মূল্যের জমি

গাজীপুরে ভাওয়াল রাজ এস্টেটের প্রায় ১০ কোটি টাকা মূল্যের জমিসহ পুকুর প্রভাবশালীদের কাছ থেকে উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই জমি থেকে মার্কেটসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সোমবার জেলা শহরের প্রাণকেন্দ্র রাজবাড়ী সড়কের রানী বিলাসমনি সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন জয়দেপুর মৌজার প্রায় ১ দশমিক ২৮ একর জমি ও পুকুর উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভাওয়াল রাজ এস্টেটের সিনিয়র সহকারী ম্যানেজার মো. রাউফুল আমিন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীরা ওই জমি অবৈধভাবে দখল করে রাখে। সেখানে তারা বেশ কিছু দোকান ও মার্কেট নির্মাণ করে। সোমবার সকাল হতে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। এ সময় অন্তত: প্রায় ৩৫/৪০টি দোকান ও প্রতিষ্ঠাণসহ অবৈধ স্থাপনা ভেঙ্গে উচ্ছেদ করা হয়। এ সময় ভাওয়াল রাজ এস্টেটের সিনিয়র সহকারী ম্যানেজার মো. রাউফুল আমিনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ভাওয়াল রাজ এস্টেটের কর্মকর্তা রাউফুল আমিন জানান, উদ্ধারকৃত জমির আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা। অবৈধ দখলদারেরা পুকুরপাড়ের জমিতে বেশকিছু দোকান ও মার্কেট নির্মাণ করে। এ ছাড়াও তারা পর্যায়ক্রমে পুকুর ভরাট করে আসছিল। গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ভাওয়াল রাজ  এস্টেটের অতিরিক্ত ম্যানেজার মো. কায়সার খসরু বলেন, জনস্বার্থে এ ধরনের অবৈধ উচ্ছেদ অভিযান চলমান থাকবে।

×