
ছবি আল জাজিরা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়্যিপ এরদোয়ানের সঙ্গে তার একটি “খুব ভালো এবং গঠনমূলক” টেলিফোন আলাপ হয়েছে। আলোচনায় উঠে এসেছে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের অবসান, সিরিয়ার পরিস্থিতি এবং গাজায় ইসরায়েলি আগ্রাসন ইত্যাদি বিষয়।
সোমবারের এই ফোনালাপে দুই নেতা পরস্পরকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এরদোয়ান আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্পকে তুরস্ক সফরে, এবং ট্রাম্প আমন্ত্রণ জানিয়েছেন এরদোয়ানকে ওয়াশিংটন সফরে। তবে সফরের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ দেওয়া এক পোস্টে বলেন, আমি প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে একসঙ্গে কাজ করতে মুখিয়ে আছি, যেন এই ‘মূর্খ কিন্তু প্রাণঘাতী’ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখনই শেষ করা যায়!
ট্রাম্প আরও জানান, সিরিয়া ও গাজা নিয়েও আলোচনা হয়েছে, যেখানে গাজার মানবিক পরিস্থিতি বর্তমানে চরম সংকটে। এরদোয়ান গাজায় জরুরি যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং বলেন, মানবিক সহায়তা অব্যাহতভাবে পৌঁছাতে হবে।
তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয়ের দেওয়া বিবৃতিতে জানানো হয়, এরদোয়ান ট্রাম্পের যুদ্ধ নিরসনের প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছেন এবং ইরান ইস্যুতে চলমান আলোচনা বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন।
নেটো সদস্য তুরস্ক কৃষ্ণসাগর ঘেঁষা প্রতিবেশী রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলেছে এবং অতীতে দুইবার শান্তি আলোচনার আয়োজন করেছে।
তথ্যসূত্র: আল-জাজিরা
এসএফ