ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

এই সরকারের সম্মানজনক বিদায়ের ১% সম্ভাবনাও নেই: রনি

প্রকাশিত: ০০:০৯, ৬ মে ২০২৫; আপডেট: ০১:১৬, ৬ মে ২০২৫

এই সরকারের সম্মানজনক বিদায়ের ১% সম্ভাবনাও নেই: রনি

ছবিঃ সংগৃহীত

এই সরকারের সম্মানজনক বিদায়ের ১% সম্ভাবনাও নেই বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।

একটি বেসরকারি গণমাধ্যমের টকশোতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপির আসলে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করা ছাড়া আর কোন অপশন নাই। এই সরকারেরও কিংস পার্টি করা ছাড়া কোন অপশন নাই। এই সরকার যদি ক্ষমতা থেকে চলে যায়, যাওয়ার পর শেখ হাসিনার যে পরিণতি হয়েছে বা অতীতে বেগম জিয়ার যে পরিণতি হয়েছে, এরশাদের যেই পরিণতি হয়েছে এই পরিণতিই হবে।

কিন্ত অন্য জায়গায় পলিটিকাল তত্ত্বাবধায়ক সরকার হিসেবে আসছে নন পলিটিকাল গভার্নমেন্ট তাদের মত যে একটা সম্মানজনক বিদায় হবে সেই সম্ভাবনা ১% ও নেই। তাদের পিঠ বাঁচানোর জন্য এই কিংস পার্টি করতেই হবে।

তিনি আরো বলেন, এই সরকার এখন নিরপেক্ষ নাই। সরকার যদি প্রথমে এসেই বলতো আমরা আসছি একটা বিপ্লবের সরকার, আমরা একটা বিপ্লবী সরকার গঠন করব, আমরা আমাদের রাজনৈতিক দল গঠন করব, এই ক্লাস করার জন্য আমাদের ২ বছর, ৩ বছর, ৫ বছর সময় লাগবে, তোমরা পারলে আমাদেরকে কিছু একটা করো। পারলে আমাদের ঠেকাও, তখন এক ধরনের পরিবেশ সৃষ্টি হতো।

কিন্ত এই সরকার যে কাজটা করেছে, প্রথমে এসে আমাদেরকে ভালো ভালো কথা বলেছেন, এইসব করে আমাদেরকে প্রেম দেখিয়েছে, ভালোবাসা দেখিয়েছে। আমরা লন্ডন-আমেরিকার মত একটা সভ্য সমাজ কল্পনা করেছি, অতীতে যেই ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো থেকে বের হয়ে আসার জন্য আমাদের জনগণ স্বপ্ন দেখেছিল। এখন বাস্তবতা হচ্ছে, আমরা যেই লাউ সেই কদু। এই জন্য সবাইই হতাশ। একবার বুকে টেনে নিলেন, এখন আবার দূরে সরিয়ে দিলেন।

ড. ইউনূস আমাদের সবার নেতা, কিন্ত সবকিছু বাদ দিয়ে তিনি এখন শুধু ছাত্রদের নেতা। এই জিনিসগুলো কেউ মানতে পারছে না।         

সূত্র : https://www.facebook.com/share/v/1EGTTfzngq/      

রিফাত

×