
ছবি: নাসা
২০২৫ সালের ১৯ এপ্রিল, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে আলাদা হওয়ার তিন ঘণ্টা পর কাজাখস্তানে সফলভাবে অবতরণ করেছে Soyuz MS-26 মহাকাশযান। এর মাধ্যমে নাসার মহাকাশচারী ডন পেটিট এবং রাশিয়ান কসমোনট অ্যালেক্সি ওভচিনিন ও ইভান ওয়াগনার নিরাপদে পৃথিবীতে ফিরেছেন।
স্পেস স্টেশনে অবস্থানকালীন সময়ে ডন পেটিট বিজ্ঞান গবেষণায় কাটিয়েছেন শত শত ঘণ্টা। তার উল্লেখযোগ্য গবেষণাগুলোর মধ্যে ছিল:
- অরবিটে ধাতব ৩ডি প্রিন্টিং প্রযুক্তি উন্নয়ন,
- জল পরিশোধনের নতুন প্রযুক্তি পরীক্ষা,
- ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে উদ্ভিদের বৃদ্ধির ওপর প্রভাব পর্যালোচনা,
- অভিকর্ষহীন পরিবেশে আগুনের আচরণ সংক্রান্ত গবেষণা।
এই গবেষণাগুলো ভবিষ্যতের দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযানে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা।
ছবিতে দেখা যাচ্ছে, সয়ুজ মহাকাশযানটি স্টেশন থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, পেছনে মেঘে ঢাকা পৃথিবী। এটি ছিল এক সফল ও সুসমাপ্ত মিশন, যেখানে মানব সভ্যতার জ্ঞানের ভাণ্ডারে যুক্ত হলো নতুন কিছু তথ্য ও অভিজ্ঞতা।
সূত্র: নাসা
রবিউল