ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

দূর্বৃত্তদের ছুরিকাঘাতে মাদ্রাসা সুপার গুরুতর আহত, ২ হামলাকারী পুলিশে সোপর্দ

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ

প্রকাশিত: ২১:০৬, ৫ মে ২০২৫; আপডেট: ২১:০৬, ৫ মে ২০২৫

দূর্বৃত্তদের ছুরিকাঘাতে মাদ্রাসা সুপার গুরুতর আহত, ২ হামলাকারী পুলিশে সোপর্দ

ছবি: জনকণ্ঠ

ময়মনসিংহ সদরের মধ্যবাড়েরার পাড় এলাকায় আলকারীমূল রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শাহাবুদ্দিনকে দূর্বৃত্তরা ছুরিকাঘাত করে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করেছে।তার শারীরিক অবস্থা খুবই গুরুতর। চিকিৎসক জানায় অস্ত্রাঘাতে বাম চোখের মারাত্মক ক্ষতি হয়েছে। অস্ত্রপচারে সফল না হলে অন্ধত্ব বরণ করতে হবে।

জানা গেছে, সোমবার সকাল আনুমানিক ৯ টায় নিত্যদিনের ন্যায় শহরের মাসকান্দা জবান সাহেবের মসজিদের সামনে থেকে অটোতে চড়ে মাদ্রাসায় যাবার উদ্দেশ্যে রওনা দেন।আকুয়া খালেক সরকারের ইটখোলার কাছাকাছি যাওয়া মাত্রই অটোতে থাকা দুই অস্ত্রধারী সুপার শাহাবুদ্দিনকে টেনে হিঁচড়ে অটো থেকে নামিয়ে ইটখোলায় নিয়ে হত্যার উদ্দেশ্যে উপর্যুপরি আঘাত করতে থাকে।

ডাক-চিৎকারে আশপাশে থাকা লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে সুপারকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে এবং ২ জন হামলাকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

মাওলানা শাহাবুদ্দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসকের ভাষ্যমতে চোখের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করতে হবে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছে।

স্থানীয়দের অনেকে জানান পূর্বশক্রতার জের হিসেবে মাওলানা শাহাবুদ্দিনকে হত্যার উদ্দেশ্য ভাড়াটিয়া সন্ত্রাসীরা হামলা করেছে।

আবীর

×