ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

বেইলি রোডের আগুন নিয়ন্ত্রণে, ১৮ জনকে জীবিত উদ্ধার

প্রকাশিত: ২১:১৮, ৫ মে ২০২৫

বেইলি রোডের আগুন নিয়ন্ত্রণে, ১৮ জনকে জীবিত উদ্ধার

ছবি: সংগৃহীত।

রাজধানীর বেইলি রোডের একটি দশতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপে মাত্র এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ সময় ভবনের ভেতর থেকে ১৮ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে আরও তিনটি ইউনিট যুক্ত হয়। সম্মিলিত প্রচেষ্টায় রাত ৭টা ৪৭ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেল প্রধান শাহজাহান সিকদার গণমাধ্যমকে নিশ্চিত করেন, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, এই ঘটনার ঠিক এক বছর আগে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের 'গ্রিন কোজি কটেজ' নামক একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানি ঘটে। সেই ঘটনায় বেশ কয়েকটি রেস্তোরাঁয় থাকা নারী-শিশুসহ অনেকেই ধোঁয়ার কারণে শ্বাসরোধে মৃত্যুবরণ করেন। সে প্রেক্ষাপটে বেইলি রোডে আবারো অগ্নিকাণ্ডের ঘটনায় নতুন করে জনমনে শঙ্কা দেখা দিয়েছে।

নুসরাত

×