ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে বিনষ্ট

হালুয়াঘাটে দেশি মাছ রক্ষায় অভিযান

দেওয়ান নাঈম, নিজস্ব সংবাদদাতা, হালুয়াঘাট

প্রকাশিত: ২৩:৫৭, ৫ মে ২০২৫

হালুয়াঘাটে দেশি মাছ রক্ষায় অভিযান

ছবিঃ প্রতিবেদক

দেশি মাছ রক্ষায় ময়মনসিংহের হালুয়াঘাটে অভিযান চালিয়ে প্রায় ৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। সোমবার সন্ধ্যায় অভিযানের বিষয়টি দৈনিক জনকণ্ঠকে নিশ্চিত করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায়।

এই অবৈধ চায়না দুয়ারী জালের ফলে নদ-নদী, খাল-বিল ও জলাশয়ের দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ বিলুপ্ত হতে বসেছে। বাজারে নতুন আসা এ চায়না দুয়ারী জাল, কারেন্ট জালের চেয়েও ভয়ংকর।

সোমবার বিকালে উপজেলার আমতৈল ইউনিয়নের নাগলা বাজারে ইছামতি নদীতে এ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাত। পরে নদী থেকে জব্দকৃত প্রায় ৫০০ মিটার চায়না দুয়ারি জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এছাড়া সম্প্রতি উচ্ছেদকৃত ধারা বাজারের ফুটপাত পুনরায় দখল করে ব্যবসা পরিচালনা করায় দুইটি দোকানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড আরোপ করা হয়।

 

আরশি

আরো পড়ুন  

×