ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ট্রাক টার্মিনাল না থাকায় যানজটে নাকাল খাগড়াছড়িবাসী

জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি

প্রকাশিত: ২১:২০, ৫ মে ২০২৫

ট্রাক টার্মিনাল না থাকায় যানজটে নাকাল খাগড়াছড়িবাসী

প্রতিদিনের যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছেন চালক, শ্রমিক ও সাধারণ মানুষ—কারণ শহরে নেই কোনো নির্দিষ্ট ট্রাক টার্মিনাল।

খাগড়াছড়ি শহরে ট্রাক টার্মিনাল না থাকায় দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন চালক, শ্রমিক ও সাধারণ যাত্রীরা। পুরনো ছোট বাস টার্মিনালেই গাদাগাদি করে রাখা হচ্ছে পণ্যবাহী ট্রাক, যার ফলে চরম স্থান সংকট ও যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে খাগড়াছি বাজার থেকে চেঙ্গী ব্রীজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকা প্রতিদিন যানজটে স্থবির হয়ে পড়ছে।

স্থানীয় সূত্র জানায়, পর্যটন শহর খাগড়াছড়ি থেকে প্রতিদিন গড়ে ৫ শতাধিক ট্রাক ও এক হাজারের বেশি দূরপাল্লার বাস দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করে। কিন্তু ট্রাকের জন্য কোনো আলাদা টার্মিনাল না থাকায় বাস ও ট্রাক একই জায়গায় পার্কিং করা হচ্ছে। এতে প্রায় প্রতিদিনই বাস ও ট্রাক চালকদের মধ্যে বচসা লেগেই থাকছে।

ট্রাক চালক আব্দুল লতিফ ও মোজ্জাম্মেল হক জানান, খাগড়াছড়িতে প্রায় ৫–৬শ ট্রাক রয়েছে। কিন্তু ট্রাক রাখার আলাদা জায়গা না থাকায় বাধ্য হয়েই আমাদের বাস টার্মিনালে ট্রাক রাখতে হচ্ছে। এতে বাস চালকদের সঙ্গে প্রায়ই কথা কাটাকাটি হয়।

বাস চালক মো. শাহাব উদ্দিন ও মো. ইউনুছ মিয়া বলেন, ট্রাক রাখার কারণে আমাদের বাসগুলো রাস্তায় পার্ক করতে হচ্ছে। এতে ট্রাফিক পুলিশের মামলা খেতে হচ্ছে, আবার সাধারণ যাত্রীরাও ভোগান্তিতে পড়ছেন। অথচ আমরা পৌরসভাকে নিয়মিত ট্যাক্স দিই, কিন্তু টার্মিনালসহ কোনো সেবা পাচ্ছি না।

খাগড়াছড়ি পৌরসভা ইতিমধ্যে জেলার জিরো মাইল এলাকায় অর্ধকোটি টাকা ব্যয়ে এক একর জমি কিনেছে ট্রাক টার্মিনাল নির্মাণের জন্য। তবে অর্থসংকটে কাজ শুরু করা সম্ভব হয়নি। এ প্রসঙ্গে পৌর প্রশাসক নাজমুল আরা সুলতানা জানান, আধুনিক সুযোগ–সুবিধাসম্পন্ন একটি মডেল ট্রাক টার্মিনাল নির্মাণে ২৫ থেকে ৩০ কোটি টাকা প্রয়োজন। সরকার পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিলে দ্রুত কাজ শুরু করা সম্ভব হবে।

খাগড়াছড়ি পরিবহন মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান খোকন বলেন, পর্যটন বিকাশের সঙ্গে সঙ্গে শহরে পরিবহন চাপও বেড়েছে। ট্রাক টার্মিনাল না থাকায় দুই কিলোমিটার দীর্ঘ এলাকায় যানজট নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

এদিকে পর্যটন শহর হিসেবে পরিচিত খাগড়াছড়িকে যানজটমুক্ত রাখতে দ্রুত ট্রাক টার্মিনাল নির্মাণের দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। সরকারি সহযোগিতা ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব নয় বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

এসএফ 

×