ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

ঘুমিয়ে উপার্জনের যুগে প্রবেশ: ঘুমই এখন আয় করার নতুন মাধ্যম!

প্রকাশিত: ১৭:১৮, ৪ মে ২০২৫

ঘুমিয়ে উপার্জনের যুগে প্রবেশ: ঘুমই এখন আয় করার নতুন মাধ্যম!

ছবি: সংগৃহীত

ঘুম আর শুধু বিশ্রামের জন্য নয়—এখন এটি রোজগারেরও এক চমকপ্রদ উপায়। গত বছর ‘ঘুমিয়ে আয়’ করার ধারণা কল্পনার গণ্ডি পেরিয়ে বাস্তবে পরিণত হয়েছে। ন্যাপ নেওয়ার মাধ্যমে আয় করা এখন সম্ভব বিভিন্ন উপায়ে—যেমন স্লিপ স্টাডি, পণ্য পরীক্ষণ, কিংবা জাম্প টাস্ক-এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে।

জাম্প টাস্ক ও হানি গেইন-এর মাধ্যমে ঘুমানোর সময়ও ইন্টারনেট ব্যান্ডউইথ ভাগ করে আয় করা যাচ্ছে। অন্যদিকে, ঘুম বিষয়ক গবেষণায় অংশ নিয়ে আয় করা যাচ্ছে ৫০০ থেকে ৫,০০০ ডলার পর্যন্ত। এমনকি কেউ কেউ নাসা-র বিশেষ ঘুম গবেষণায় অংশ নিয়ে পাচ্ছেন ১০,০০০ ডলার বা তার বেশি!

এছাড়া, কেউ কেউ ম্যাট্রেস, আই মাস্ক বা স্লিপ ট্র্যাকার পরীক্ষার মাধ্যমে আয় করছেন, আবার কেউ ন্যাপ পড চালিয়ে ব্যবসা করছেন শহরের ব্যস্ত এলাকায়।

বিশ্বজুড়ে এই নতুন ঘুম-অর্থনীতি দেখিয়ে দিচ্ছে, বিশ্রাম কেবল বিলাসিতা নয়—এখন তা বুদ্ধিমান উপার্জনের মাধ্যমও। এখন প্রশ্ন একটাই: আপনি কি ঘুমিয়ে আয় করতে প্রস্তুত?

 

সূত্র: https://jumptask.io/blog/get-paid-to-nap/

আবীর

×