
ছবি: সংগৃহীত
একজন নারী তার স্বামীকে ছেড়ে ক্লিন-শেভড (দাড়িমুক্ত) দেবরকে বিয়ে করেছেন ভারতের মীরাট শহরে।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, ওই নারী একাধিকবার তার স্বামীকে দাড়ি কাটতে অনুরোধ করেছিলেন, তবে তিনি ধর্মীয় কারণে তা প্রত্যাখ্যান করেন।
ওই ব্যক্তি, যার নাম শাকির, একজন ইসলামি পণ্ডিত এবং মাত্র সাত মাস আগে আরশির সঙ্গে তার বিয়ে হয়।
আরশি বিয়ের কিছুদিন পর শাকিরকে বলেন, তিনি পারিবারিক চাপে পড়ে বিয়ে করেছেন এবং শুধুমাত্র তখনই সংসার করবেন যদি শাকির দাড়ি কেটে ফেলেন।
শাকির দাড়ি কাটতে রাজি না হলে তিনি বিষয়টি আরশির পরিবারকে জানান। এরপর তারা আরশিকে বুঝিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যান।
পরে আরশির ক্লিন-শেভড দেবরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং এক পর্যায়ে তারা পালিয়ে গিয়ে বিয়ে করেন।
তাদের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবারে চরম বিশৃঙ্খলা দেখা দেয় এবং তাদের খোঁজে তল্লাশি শুরু হয়, কিন্তু কোথাও তাদের খুঁজে পাওয়া যায়নি।
শাকির বলেন, এই ঘটনার ফলে তিনি এবং তার পরিবার চরম অপমান ও লজ্জার মুখে পড়েছেন এবং তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন।
তিনি পুলিশে একটি নিখোঁজ ব্যক্তির সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে এবং বিষয়টি আরশির পরিবারকেও জানান।
জবাবে, আরশির পরিবার জানায় তারা তাকে ত্যাগ করেছেন এবং তার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন।
সূত্র: https://en.dailypakistan.com.pk/02-May-2025/woman-leaves-husband-over-beard-marries-clean-shaven-brother-in-law
আবীর