ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

মাত্র ১ লাখ পুঁজিতেই শুরু করা যায় এমন ৬টি ক্ষুদ্র ব্যবসা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:৫৯, ৪ মে ২০২৫

মাত্র ১ লাখ পুঁজিতেই শুরু করা যায় এমন ৬টি ক্ষুদ্র ব্যবসা

ব্যবসা শুরু করতে বিশাল পুঁজি দরকার এই ধারণা এখন পুরোনো। মাত্র ১,০০০ ডলার (প্রায় ১ লাখ টাকা) ও একটু সৃজনশীলতা দিয়েই শুরু করা যায় লাভজনক ছোট ব্যবসা। বিশেষ করে এখন যেহেতু অনেক প্রতিষ্ঠান অনলাইন সহায়তার জন্য ব্যক্তিগত উদ্যোগগুলোর ওপর নির্ভর করছে, সুযোগ আরও বেড়েছে।

নতুন কিছু উদ্ভাবনের চেয়ে বরং ছোট, প্রয়োজনীয় সমস্যার সমাধান করাই হতে পারে সফল ব্যবসার চাবিকাঠি। নিচে এমন ছয়টি ব্যবসার কথা তুলে ধরা হলো, যেগুলো আপনি সীমিত বাজেটে শুরু করতে পারেন।

১. ওয়েব ডিজাইন সার্ভিস
প্রতিটি ব্যবসারই এখন একটি ওয়েবসাইট প্রয়োজন, তা সে স্থানীয় নাপিত হোক বা বড় কোনো কোম্পানি। মাত্র ১,০০০ ডলার খরচ করেই আপনি টেমপ্লেট ব্যবহার করে সহজ ওয়েবসাইট তৈরি করা শুরু করতে পারেন। ধীরে ধীরে কাস্টমাইজড ওয়েবসাইটও তৈরি করতে পারবেন।

গবেষণায় দেখা গেছে, ৬২% কোম্পানি বলছে, তাদের আয়ের অর্ধেকের বেশি আসে ওয়েবসাইট থেকে। সুতরাং ওয়েবসাইট তৈরি ও রক্ষণাবেক্ষণের মতো সেবা দিয়ে আপনি আয় করতে পারেন নিয়মিত ও দীর্ঘমেয়াদি ভিত্তিতে।

২. মিডিয়া বাইং কোম্পানি
মিডিয়া বাইং এমন একটি ক্ষেত্র, যেখানে আপনি বিভিন্ন বিজ্ঞাপন প্ল্যাটফর্মে প্রতিষ্ঠানগুলোকে সঠিকভাবে উপস্থিত করাতে সাহায্য করবেন। ২০২২ সালে বিশ্বব্যাপী এই খাতের বাজার ছিল ৬৯ বিলিয়ন ডলার এবং ২০৩২ সালের মধ্যে এটি বেড়ে দাঁড়াবে ১২৫.৯ বিলিয়নে।

আপনি মিডিয়া কৌশল তৈরি, বিজ্ঞাপন পরিকল্পনা ও বিশ্লেষণের মতো সেবা দিয়ে এই বাজারে প্রবেশ করতে পারেন।

৩. VoIP রিসেলার
আপনি নিজেই প্রযুক্তি বানাতে না গিয়ে একটি বিদ্যমান VoIP (Voice over IP) সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে তাদের সেবা বিক্রি করতে পারেন। এতে কম খরচে ব্যবসা শুরু করা সম্ভব। ২০২৩ সালের হিসাব অনুযায়ী, বিশ্বব্যাপী ৩ বিলিয়নের বেশি VoIP ব্যবহারকারী রয়েছেন।

এই বাজার দ্রুত বাড়ছে, এবং অধিকাংশ কোম্পানি কম খরচে যোগাযোগব্যবস্থা গড়তে চায় — যা আপনাকে দারুণ একটি সুযোগ এনে দিতে পারে।

৪. নিশ-ভিত্তিক পোশাক ব্র্যান্ড
একটি বিশেষ লক্ষ্যভিত্তিক সমস্যা সমাধান করে পোশাকের একটি অনলাইন ব্র্যান্ড তৈরি করতে পারেন। যেমন: এমন কাপড় তৈরি করা যা শিশুদের ভালো ঘুমে সহায়তা করে। শিশুদের জন্য ঘুম অত্যন্ত জরুরি, এবং এমন আরামদায়ক কাপড় বাজারে খুব বেশি নেই।

এ ধরনের ব্র্যান্ড অনন্য ও কার্যকর সমাধান দিতে পারলে দ্রুত জনপ্রিয়তা পেতে পারে।

৫. মুভিং সার্ভিস লিড জেনারেটর
আপনি নিজে গাড়ি না কিনেও একটি ওয়েবসাইট তৈরি করে লোকাল মুভিং সার্ভিসগুলোর জন্য ক্লায়েন্ট এনে দিতে পারেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ও ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে লিড জেনারেট করে অন্য প্রতিষ্ঠানে পাঠিয়ে কমিশন নিতে পারেন।

পর্যায়ক্রমে আপনি নিজেই গাড়ি কিনে পূর্ণাঙ্গ একটি পরিবহন সেবা প্রতিষ্ঠা করতে পারেন।

৬. এসএমএস মার্কেটিং সার্ভিস
বাল্ক এসএমএস সেবা দিয়ে স্থানীয় ব্যবসাগুলোকে সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছাতে সাহায্য করতে পারেন। ইমেইলের তুলনায় এসএমএস অনেক বেশি পাঠযোগ্য ও কার্যকর। ৭৫% ভোক্তা প্রোমোশনাল মেসেজ পেতে পছন্দ করেন এসএমএসে।

বেশিরভাগ মানুষ ব্যবসা শুরু করার কথা ভাবেন, কিন্তু শুরু করেন না। আপনি যদি শুরু করেন, তাহলে এক ধাপ এগিয়েই থাকবেন। মাত্র ১,০০০ ডলার যথেষ্ট একটি ভালো উদ্যোগের ভিত্তি গড়তে। তাহলে, আপনাকে থামিয়ে রাখছে কী?

আপনি চাইলে এসব আইডিয়া বাংলা বাস্তবতায় কেমন কাজে লাগবে, সে নিয়েও আলাদা করে জানতে পারেন। কোন ব্যবসাটির বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহী?

মুমু

×