ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

বর্তমান বিশ্বে টিকে থাকা সবচেয়ে প্রাচীন ১০টি দেশ

প্রকাশিত: ২০:২২, ৩ মে ২০২৫

বর্তমান বিশ্বে টিকে থাকা সবচেয়ে প্রাচীন ১০টি দেশ

ছবি: সংগৃহীত

সভ্যতার ইতিহাস হাজার হাজার বছরের পুরোনো। অনেক রাষ্ট্র জন্ম নিয়েছে, আবার হারিয়ে গেছে সময়ের স্রোতে। কিন্তু কিছু দেশ আছে, যারা হাজার বছর ধরে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে, সংস্কৃতি ও পরিচয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে। আজকের প্রতিবেদনে তুলে ধরা হলো এমন ১০টি দেশ, যারা পৃথিবীর ইতিহাসে প্রাচীনতম এবং এখনো বিদ্যমান।

১. মিসর (Egypt)
খ্রিস্টপূর্ব ৩১০০ সালের দিকে নীলনদের তীরে গড়ে ওঠে মিসরীয় সভ্যতা। পিরামিড, ফারাওদের শাসন ও হায়ারোগ্লিফ লিপির মাধ্যমে এই দেশ আজও বিশ্বের ইতিহাসে এক অনন্য নাম।

২. ইরান (Iran)
প্রাচীন পারস্য সাম্রাজ্যের উত্তরসূরি ইরান। খ্রিস্টপূর্ব প্রায় ৩২০০ সাল থেকে এই অঞ্চলে এলাম, মিডিয়া ও পার্সিয়ান সভ্যতার বিস্তার ঘটে। আজও এই দেশের সংস্কৃতি ও রাজনৈতিক কাঠামো তার ঐতিহাসিক শিকড় বহন করে।

৩. ভারত (India)
খ্রিস্টপূর্ব ২৫০০ সালে সিন্ধু সভ্যতা দিয়ে শুরু হয় ভারতের দীর্ঘ ইতিহাস। বৈদিক যুগ, মহাজনপদ, মৌর্য, গুপ্তসহ বহু সাম্রাজ্যের উত্তরাধিকার এই দেশ।

৪. চীন (China)
প্রাচীন জিয়া ও শাং রাজবংশ দিয়ে চীনের শাসনব্যবস্থার সূচনা হয় খ্রিস্টপূর্ব ২১০০ সালের দিকে। সাংস্কৃতিক ও প্রশাসনিক ধারাবাহিকতায় আজও চীন বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ শক্তি।

৫. গ্রীস (Greece)
হোমারিক যুগ থেকে শুরু করে অ্যাথেন্স-স্পার্টা শহররাষ্ট্র, তারপর আলেকজান্ডারের সাম্রাজ্য—গ্রীসের সাংস্কৃতিক প্রভাব আজও অবিস্মরণীয়। আধুনিক গ্রীস ১৯শ শতকে স্বাধীনতা ফিরে পেলেও তার শিকড় বহু পুরোনো।

৬. জাপান (Japan)
খ্রিস্টপূর্ব ৬৬০ সাল নাগাদ জাপানের রাজতন্ত্রের সূচনা হয় বলে প্রচলিত। এটি বিশ্বের সবচেয়ে পুরোনো উত্তরাধিকারসূত্রে টিকে থাকা সম্রাটবিষয়ক রাজশক্তি।

৭. ইথিওপিয়া (Ethiopia)
আফ্রিকার এই দেশটি প্রাচীন আকসুম সাম্রাজ্যের উত্তরসূরি। প্রায় খ্রিস্টপূর্ব ৯৮০ সালের দিকে এর রাজতন্ত্র গড়ে ওঠে, যা আফ্রিকায় খ্রিস্টধর্ম বিস্তারের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল।

৮. আর্মেনিয়া (Armenia)
খ্রিস্টপূর্ব ৮৬০ সালের দিকে গড়ে ওঠা আর্মেনিয়া ছিল বিশ্বের প্রথম খ্রিস্টান রাষ্ট্র (৩০১ খ্রিস্টাব্দ)। শতাব্দীর পর শতাব্দী ধরে রাজনৈতিক পালাবদল হলেও জাতীয় পরিচয় অটুট রেখেছে তারা।

৯. ফ্রান্স (France)
৮৪৩ সালের ‘ভার্দ্যুন চুক্তি’র মাধ্যমে আধুনিক ফ্রান্সের গোড়াপত্তন হয়। মধ্যযুগ থেকে শুরু করে বিপ্লব, সাম্রাজ্য ও গণতন্ত্র—ফ্রান্স ইতিহাসের ধারায় সবসময়ই গুরুত্বপূর্ণ।

১০. সান মারিনো (San Marino)
মাত্র ৬১ বর্গকিলোমিটার জায়গা নিয়ে গঠিত এই ছোট্ট রাষ্ট্রটি বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্র। ৩০১ খ্রিস্টাব্দে এক খ্রিস্টান শিল্কুশিল্পী মারিনুস প্রতিষ্ঠা করেছিলেন সান মারিনো।

বিশ্ব মানচিত্রে বহু দেশ এসেছে-গেছে, কিন্তু এসব দেশের অস্তিত্ব প্রমাণ করে—সময় যতই গড়িয়ে যাক, ইতিহাসের গভীরতা কখনো মুছে যায় না। ঐতিহ্য, সংস্কৃতি এবং রাজনৈতিক পরিচয়ের ধারাবাহিকতাই এদের যুগ-যুগ ধরে বাঁচিয়ে রেখেছে।

×