
ছবিঃ সংগৃহীত
আজকের দিনে অনেক বাবা-মা অভিযোগ করেন, “আমার বাচ্চা খুবই জেদি হয়ে গেছে, কিছুতেই কিছু শোনে না!” কিন্তু শিশুর এই আচরণের পিছনে অনেক সময় বাবা-মায়ের কিছু অজান্তে করা ভুল-ই হয়ে দাঁড়ায় প্রধান কারণ।
বিশেষজ্ঞদের মতে, বাচ্চা জেদি হয়ে ওঠার পেছনে বাবা-মায়ের অন্তত দুইটি গুরুতর আচরণগত ভুল দায়ী, যা দিনের পর দিন শিশুর মনে নেতিবাচক প্রভাব ফেলে।
ভুল ১: সবসময় উচ্চস্বরে কথা বলা ও ধমক দেয়া
অনেক বাবা-মা ভাবেন, বাচ্চা ভুল করলে তীক্ষ্ণ গলায় ধমক না দিলে শেখানো সম্ভব নয়। কিন্তু বাস্তবে এটি শিশুর মাঝে ভয়, অবাধ্যতা ও জেদি মনোভাব তৈরি করে। বারবার ধমক খেতে খেতে শিশুর আত্মবিশ্বাসও কমে যায়, এবং তারা নিজের ভুল স্বীকার করতে চায় না বরং আরও বেশি জেদি হয়ে ওঠে।
ভুল ২: যা নিষেধ করেন, তা নিজেরাই পালন না করা
যদি আপনি বাচ্চাকে বলেন “মোবাইল বেশি ব্যবহার কোরো না” কিন্তু আপনি নিজেই সারাদিন মোবাইলে ডুবে থাকেন—তাহলে শিশুটি দ্বিধায় পড়ে যায়। শিশুরা শেখে দেখে, শোনে নয়। আপনি যা বলেন তার চেয়ে আপনি কী করেন সেটাই তাদের চোখে বড় হয়ে ওঠে। এভাবে নিষেধের মধ্যেও তারা সেটি করতে আগ্রহী হয়ে ওঠে—ফলে জন্ম নেয় একরোখা ও জেদি মনোভাব।
সমাধান কী?
-
বাচ্চার সাথে কোমল ও ধৈর্য্য ধরে কথা বলুন
-
ভুল করলে বোঝান, তবে দণ্ড নয় বরং আলোচনার মাধ্যমে শেখানোর চেষ্টা করুন
-
নিজের আচরণে সতর্ক থাকুন, কারণ আপনি হচ্ছেন তার প্রথম ও প্রধান রোল মডেল
-
শিশুর কথাও মন দিয়ে শুনুন, যাতে সে বুঝতে পারে তার অনুভূতির মূল্য আছে
মনে রাখুন, শিশুর আচরণ প্রতিফলন মাত্র তার আশপাশের পরিবেশের। একটু সচেতনতা ও ইতিবাচক অভ্যাসই গড়ে তুলতে পারে এক আত্মবিশ্বাসী, হাসিখুশি ও সংবেদনশীল প্রজন্ম।
ইমরান