
ছবি: সংগৃহীত
ইসরায়েলের তেল আবিবের দক্ষিণে অবস্থিত দখলকৃত ইয়াফা এলাকায় একটি সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি সেনাবাহিনী। শনিবার চালানো এই হামলায় ‘প্যালেস্টাইন-২’ নামের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, এই অভিযান গাজার নিপীড়িত জনগণের প্রতি সংহতি জানিয়ে ও ইসরায়েল-মার্কিন আগ্রাসনের জবাবে চালানো হয়েছে। তিনি জানান, যতদিন গাজায় হামলা ও অবরোধ চলবে, ইয়েমেন তাদের প্রতিরোধমূলক হামলা চালিয়ে যাবে।
ফারুক