ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, এবার নতুন তত্ত্ব দিলেন ফরহাদ মজহার

প্রকাশিত: ১৪:৫৮, ৩ মে ২০২৫; আপডেট: ১৫:০০, ৩ মে ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, এবার নতুন তত্ত্ব দিলেন ফরহাদ মজহার

ছবি: সংগৃহীত

কবি, চিন্তাবিদ ও দার্শনিক ফরহাদ মজহার বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি নয়, বরং দলটির সঙ্গে পারস্পরিক ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে হবে। তিনি বলেন, “দল হিসেবে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হতে পারে, কিন্তু তাদের সবাই খারাপ নয়। তাই আইনি প্রক্রিয়ায় নিষিদ্ধ করার বিষয়টি চিন্তা করা যেতে পারে, তবে রাজনৈতিকভাবে বিরোধিতার পথেই সমাধান খোঁজা উচিত।”

শুক্রবার বগুড়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

রাখাইন রাজ্যে কথিত মানবিক করিডোর তৈরির প্রস্তাবের বিরোধিতা করে ফরহাদ মজহার বলেন, “বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় এই ধরনের করিডোর কোনোভাবেই অনুমোদনযোগ্য নয়। এটা স্পষ্ট যে, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি যুদ্ধে জড়াতে চায়। আমি চাই না বাংলাদেশের সেনাবাহিনী আন্তর্জাতিক রাজনীতির হাতিয়ার হয়ে উঠুক।”

বর্তমান অন্তর্বর্তী সরকারের টিকে থাকা নিয়েও প্রশ্ন তোলেন ফরহাদ মজহার। তিনি বলেন, “যেহেতু এই সরকারকে উৎখাতের জন্য ক্রমাগত নির্বাচন আয়োজনের চাপ দেওয়া হচ্ছে, তাই সরকার টিকে থাকবে কি না—সে বিষয়ে সংশয় আছে।”

নারী বিষয়ক সংস্কার কমিশনসহ অন্যান্য কমিশনের সমালোচনা করে তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার যদি সত্যিই নতুন বাংলাদেশ গড়তে চায়, তাহলে তাদের আগে জনগণের মন বুঝতে হবে। কিন্তু বাস্তবে তারা উল্টো পথ ধরেছে—ঢাকায় বসে কমিশন গঠন করেছে, অথচ জনগণকে কোনোভাবেই অন্তর্ভুক্ত করেনি।”

তিনি প্রশ্ন তোলেন, “জনগণকে বাদ দিয়ে কোনো বিপ্লব সফল হতে পারে? আমরা কি সত্যিকারের গণতন্ত্র চাচ্ছি, নাকি শুধুই নতুন মুখ?”

এই বক্তব্যগুলোর মধ্য দিয়ে ফরহাদ মজহার স্পষ্ট করে দিয়েছেন, রাজনৈতিক পুনর্মিলন, জাতীয় স্বার্থ এবং জনগণের অংশগ্রহণ ছাড়া ‘নতুন বাংলাদেশ’ গঠনের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়।

ফারুক

×